আগরা: কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে রবিবার মারা গিয়েছিলেন বাবা। তার ২৪ ঘণ্টার মধ্যে মাকে কেড়ে নিল করোনাভাইরাস। মা-বাবা দুজনের এ ভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না আগরার কমিশনার অনিল কুমার। কোভিড-১৯ পজিটিভ তাঁর বোনও।
নয়ডার হাসপাতালে ভর্তি ছিলেন অনিল কুমারের বাবা আর সি মিনা। কিন্তু ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যান তিনি। বাবা আক্রান্ত হওয়ার পর একই ভাইরাসে আক্রান্ত হন মা বিজয় লক্ষ্মী। বাবাকে হারিয়ে এমনিতেই ভেঙে পড়েছিলেন কমিশনার। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বাবা-মা দুজনের মৃত্যু তাঁকে কঠোর বাস্তবের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শুধু যে বাবা-মাকে হারিয়েছেন তাই নয়, বোনও করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তিনি। এমনকী তাঁর অফিসেও করোনা থাবা বসিয়েছে। সংক্রমিত হয়েছেন ১০ জন। জীবাণুমুক্তকরণের জন্য তিনদিন অফিস বন্ধ রাখা হয়েছে।
আগরার পরিস্থিতি বেশ খারাপ। মন্ত্রী, আমলা, সাংসদ করোনার কবলে পড়েছেন অনেকেই। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা আ়ড়াই হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে। তবে খানিকটা হলেও আশা জাগাচ্ছে সুস্থতার হার। সুস্থ হয়ে উঠেছেন ২১২৫জন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথমে বাবা, পরে মা, পরপর দুদিন করোনায় দুজনকেই হারালেন আগরার কমিশনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 09:25 PM (IST)
শুধু যে বাবা-মাকে হারিয়েছেন তাই নয়, বোনও করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তিনি। এমনকী তাঁর অফিসেও করোনা থাবা বসিয়েছে। সংক্রমিত হয়েছেন ১০ জন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -