নয়াদিল্লি: ফের দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসের আক্রমণে মৃত্যুর তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের।  এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। কোভিড-১৯কে আটকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জরুরি ভিত্তিতে বাড়ানো হচ্ছে করোনা পরীক্ষা ও আইসিইউতে বেডের সংখ্যা। প্রতিদিন ১-১.২ লাখ টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তরা যাতে কোয়ারেন্টিন থাকেন সে-বিষয়ে নজর রাখা হচ্ছে। দিল্লির ৪ হাজার কনটেনমেন্ট জোনের উপর নজর রাখতে বাড়ানো হচ্ছে পর্যবেক্ষক দল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক সাংবাদিক বৈঠকে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সতর্কীকরণের পাশাপাশি, মন্তব্য করা হয়, সবে দুর্গাপুজো, দীপাবলি ও নির্বাচন হয়েছে। এর ফল আগামী সপ্তাহগুলিতে করোনাগ্রাফে দেখা যাবে। মন্ত্রকের তরফে এই ট্রেন্ড নজরে রাখা হচ্ছ বলে জানানো হয়।
এর আগে চিকিৎসকরাও উৎসব পরবর্তী সপ্তাহগুলিতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেন।
মঙ্গলবারের তথ্য অনুসারে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬০ জনের। তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জনের। মোট আক্রান্ত ৮৮ লক্ষ ৭৪ হাজার ২৯১। আগের ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৯।