হাওড়া: 'প্রেমে প্রতারণা'। তা সহ্য করতে না পেরে আত্মহত্যা ছাড়া অন্য কোনও কথা ভাবতে পারেননি হাওড়ার যুবতী। বাড়ি বেলুড়ের অভয় গুহ রোডে। সেখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পেরিয়ে বালি ব্রিজের উপর চলে আসেন ওই যুবতী। তারপর সটান ব্রিজের রেলিং বেয়ে গঙ্গায় ঝাঁপ!
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। দক্ষিণেশ্বরের দিক থেকে বালি ব্রিজে ওঠেন ওই যুবতী। প্রত্যক্ষদর্শীদের মতে, মোবাইল ফোনে কারও সঙ্গে উচ্চগ্রামে  কথা বলতে বলতে হেঁটে আসছিলেন তিনি। আচমকাই রেলিং ধরে উঠে পড়েন এবং মুহূর্তের মধ্যে ঝাঁপ দেন গঙ্গায়। ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
মঙ্গলবারও কালীপুজোর বিসর্জনের কথা মাথেয় রেখে কাছাকাছি ঘাটে রাখা হয়েছিল কিছু উদ্ধারকারী নৌকো। পুলিশের ফোন পেয়ে তারাও তৎপর হয়ে মেয়েটিকে খোঁজায় চেষ্টা চালায়। যদিও গঙ্গায় পড়ে গিয়েও যুবতী ডুবে যাননি। সাঁতার জানার দরুণই ভেসে থাকেন জলে। ভাসতে ভাসতে গিয়ে পৌঁছান বালির দেওয়ানগাজি ঘাটের কাছে। সেখান থেকেই তাঁকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে বেলুড় স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাণে রক্ষা পেয়েছেন যুবতী।
পুলিশ সূত্রে খবর, মেয়েটির নাম ছোটি অজয়লক্ষ্মী দীক্ষিত। মা-মেয়ের সংসার টানাটানি করেই চলে কোনওরকমে।  মেয়েটির বয়ান অনুসারে, অভয়কান্ত পুরী বলে একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু ইদানীং সেই যুবকই নাকি অন্য একটি সম্পর্কে লিপ্ত হয়। তার জেরেই যাবতীয় টানাপোড়েন ও আত্মহত্যার চেষ্টা।