নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া উপায় নেই। বারবার সতর্ক করছেন ডাক্তাররা। দেশবাসীকে নানাভাবে বিষয়ের গুরুত্ব বুঝিয়ে আজ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।
এই পরিস্থিতিতে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা সাময়িক ভাবে বন্ধ করল তাদের পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, “আপনাদের প্রয়োজন সবসময়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কথা দিচ্ছি, খুব শিগগিরি পরিষেবা নিয়ে ফিরে আসব।”

কিছুদিন আগেই সংস্থার তরফে করোনা আক্রান্ত বা কোয়ারেন্টিনে থাকা ডেলিভারি বয়-দের সবেতন ছুটি দেওয়ার কথা বলে ফ্লিপকার্ট। করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে কেনাকাটা কমানোর কথা বলছেন বিশেষষজ্ঞরা। তাই চাপ বাড়ছে অনলাইন শপিং-এ। ফ্লিপকার্টও কিছুদিন আগে এই কথা জানায়।
এই কঠিন সময়ে সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা যেভাবে কাজ করেছেন, তার প্রশংসা করেন ফ্লিপকার্টের অন্যতম কর্ণধার অমিতেশ ঝা। সেই সঙ্গে সংস্থার কর্মী, ভেন্ডর ও ভিজিটরদের থার্মাল স্ক্রিনিংও করা হয় নিয়মিত। জ্বর থাকলেই তাদের বাড়ি পাঠানো হয়।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউনে কাজ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিল তারা।