নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
যদিও দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে নিয়ম না মানার ছবিও। দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।  বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে আরও কঠিন হতে হবে রাজ্য সরকারগুলিকে, এমন বার্তাও আগে দেন প্রধানমন্ত্রী।
এই পরিপ্রেক্ষিতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হুঁশিয়ারি দিয়েছেন, এরপরও লকডাউন অমান্য করলে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া ছাড়া সরকারের আর কোনও উপায় থাকবে না।
এবার করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হল তামিলনাড়ুর মাদুরাইয়ে। মৃত ব্যক্তি রাজাজি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।  ওই ব্যক্তির সিওপিডি ছিল। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও ছিল ওই ব্যক্তির।  এই নিয়ে দেশে ১১ জনের মৃত্যু হল করোনা সংক্রমণে।


এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে করোনা নিয়ে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিসভার বৈঠক। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে তা দেখতে হবে। সাধারণ মানুষ যাতে প্রয়োজনের কথা জানাতে পারেন, তার জন্য ২৪ ঘণ্টার মধ্যে হেল্পলাইন নম্বর চালু করতে হবে রাজ্যগুলিকে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা যেন হয়রানির মুখে না পড়েন সেটা দেখতে হবে।

এই ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু উত্‍সবও পড়েছে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, এমন সময় এই উত্‍সব পালন করা হচ্ছে যখন দেশ লড়ছে করোনা সংক্রমণের বিরুদ্ধে।  উত্‍সব পালন হয়ত অন্যান্য বারের মতো হবে না, তবে উত্‍সব পরিস্থিতির মোকাবিলায় দেশবাসীর মনোবল বাড়াবে।  এখন কোভিড নাইন্টিন-এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের সময়।