NATIONAL LIVE UPDATE করোনাভাইরাস: শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা চলবে না কোনও যাত্রী ট্রেন
রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইআরসিটিসি-র স্টল, বিশ্রাম কক্ষ, জন আহার ও কিচেন। মেল ও এক্সপ্রেস ট্রেনেও দেওয়া হবে না খাবার।
করোনা-আতঙ্কের জেরে রেলে কার্যত 'জনতা কার্ফু'। সূত্রের খবর, শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত কোনও যাত্রী ট্রেন যাত্রা করবে না। আবার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি ভোর ৪টে নাগাদ যে যেখানে পৌঁছবে, সেখানেই থেকে যাবে। পাশাপাশি, রবিবার 'জনতা কার্ফু' চলার সময়ও শহরতলির ট্রেনগুলির সংখ্যাও ন্যূনতম করে দেওয়া হবে। প্রসঙ্গত, গতকাল জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে রবিবার সাক ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত 'জনতা কার্ফু'-র ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া কাউকে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ইতিমধ্যে, কম যাত্রীর কারণে, রেল শুক্রবার ৯০টি ট্রেন বাতিল করেছে রেল। বৃহস্পতিবার ৮৪টি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে মোট ২৪৫টি ট্রেন বাতিল করেছে রেল। রবিবার থেকে বন্ধ আইআরসিটিসি-র স্টল।
করোনা-আতঙ্কে ত্রস্ত দিল্লি। বন্ধ করে দেওয়া হয়েছে সবকটি শপিং মল। বন্ধ সব হাট-বাজার। শুনসান মেট্রো স্টেশন। জনশুন্য বিমানবন্দর। বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র মুদি, সব্জি ও ওষুধের দোকান। টুইটারে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। সিএমও থেকে জানানো হয়েছে, এই নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে। উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, আইএনএ, পিতমপুরা ও জনকপুরীর হাট বন্ধ করে দেওয়া হবে।
এছাড়া, বন্ধ করে দেওয়া হয়েছে হপ অন হপ অফ (হোহো) বাস পরিষেবা। এদিনই, দিল্লির সবকটি হাসাপাতালের সুপারদের সঙ্গে বৈঠক করেন কেজরিবাল।
এবার করোনা থাবা সেলিব্রিটির শরীরেও। নোভেল করোনাভাইরাসে সংক্রমিত বলিউডের গায়িকা কণিকা কপূর।
কণিকা কপূর সম্প্রতি লন্ডন থেকে ফেরেন। তারপরই তিনি একটি পার্টিতে অংশ নেন। গায়িকার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এখন প্রশ্নের মুখে বহু মানুষের নিরাপত্তা, যাঁদের মধ্যে রয়েছেন দেশের কয়েকজন হেভিওয়েট রাজনীতিকরা।
ভিআইপিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। কণিকা কপূরের সঙ্গে পার্টিতে ছিলেন বসুন্ধরা রাজের ছেলে তথা বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং-ও। এর কিছুদিনের মধ্যেই কণিকার শরীরে নোভেল করোনাভাইরাসের হদিশ মেলে। এই খবর সামনে আসার পরই বসুন্ধরা রাজে এবং দুষ্মন্ত সিংহ সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন।
তিনি ট্যুইট করে জানিয়েছেন, কয়েকদিন আগে দুষ্মন্তর সঙ্গে লখনউয়ে একটি ডিনার পার্টিতে গেছিলাম। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণিকা কপূরও। যাঁর শরীরে এখন নোভেল করোনাভাইরাস মিলেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমি এবং দুষ্মন্ত এবং আমি সেলফ আইসোলেশনে আছি।
তবে দুষ্মন্ত সিংহকে নিয়ে আবার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, সূত্রের খবর, এই পার্টিতে যাওয়ার পর দুষ্মন্ত সিংহ সংসদে যান। এখন দুষ্মন্ত সিংহর করোনা আক্রান্তর সঙ্গে এক পার্টিতে থাকার খবর সামনে আসার পর অনেক সাংসদই রীতিমতো উদ্বিগ্ন। সূত্রের খবর,
উত্তরপ্রদেশের এক স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিংহ এবং কয়েকজন প্রশাসনিক কর্তাও কণিকার সঙ্গে পার্টিতে ছিলেন বলে সূত্রের খবর।
তাঁরা সকলেও হোম আইসোলেশনে রয়েছেন।
করোনা আবহে এবার নিয়মভঙ্গ রেল কর্মীর। ইতালি ফেরত ছেলের ভ্রমণসূচি গোপন করার অভিযোগে সাসপেন্ড দক্ষিণ-পশ্চিম রেলের ওই মহিলা কর্মচারী। সম্প্রতি ইতালি থেকে ফেরেন রেল কর্মীর ছেলে। করোনা-সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ওই যুবক। ছেলের ভ্রমণসূচি গোপন করে তাঁকে রেলের গেস্ট হাউসে রাখার অভিযোগে বেঙ্গালুরুর বাসিন্দা ওই মহিলা রেল কর্মচারীকে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ।
সংবাদসংস্থা সূত্রে খবর, তিনিই ছিলেন রাজস্থানের প্রথম করোনা-আক্রান্ত। তাঁকে জয়পুরের সোয়াই মান সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মারণ ভাইরাসের কবলে পড়লেও সম্প্রতি তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীকালে, তাঁর নমুনা-পরীক্ষা নেগেটিভ আসে। কিন্তু, কিডনির সমস্যাজনিত কারণে তিনি স্থানীয় ফর্টিস হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেষ কয়েকদিন তাঁকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছিল। জানা গিয়েছে, তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে, তিনিও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০ পার করল। দেশে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২৩। এর মধ্যে ৩২ জন বিদেশি নাগরিক। মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত ৫২ জন। কেরলে ২৮, উত্তরপ্রদেশে ১৯, দিল্লিতে ১৭ জন করোনা আক্রান্ত। চিনা ভাইরাসে সংক্রমিত হরিয়ানায় ১৬ ও কর্ণাটকে ১৫ জন। লাদাখে ১০ জন আক্রান্তের সন্ধান মিলেছে। মহারাষ্ট্রে আরও ৩ জনের শরীর মিলেছে করোনা ভাইরাস। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের দুই প্রশিক্ষণরত অফিসারের শরীরে সংক্রমণ মেলায়, উত্তরাখণ্ডের ইন্দিরা গাঁধী ন্যাশনাল ফরেস্ট অ্যাকাডেমি বন্ধ করে দেওয়া হয়েছে। লখনউতে আরও ৪ জনের শরীরে মিল করোনা সংক্রমণ। ওড়িশাতে মিলেছে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২।
প্রেক্ষাপট
মুম্বই ও নয়াদিল্লি: করোনা-আতঙ্কে বড় সিদ্ধান্ত মহারাষ্ট্রে সরকারের। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজধানী মুম্বই সহ চারটি শহরে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে। মুম্বই ছাড়াও যেখানে এই লকডাউন হয়েছে সেগুলি হল - পুণে, পিম্পরি চিঞ্চবাদ এবং নাগপুর। তবে, শুক্রবারের নমাজের জন্য কিছুটা শিথিল হবে নিয়ম।
গতকালই, জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী রবিবার 'জনতা কার্ফু' পালন করতে দেশবাসীকে আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার পরের দিনই কার্যত 'কার্ফু' জারি করল মহারাষ্ট্র। উদ্ধব প্রশাসনের তরফে বলে দেওয়া হয়েছে, একান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়ম থেকে বাদ দেওয়া হয়েছে -- ব্যাঙ্ক, মুদির দোকান, ওষুধের দোকান, ক্লিনিক ও হাসপাতাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ট্রেন বাস আপাতত চলবে। গণ-পরিবহণ বন্ধ করা শেষ পদক্ষেপ। ইতিমধ্যেই, মুম্বইয়ের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
পুণে ও পিম্পরি-চিঞ্চবাদ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত করোনায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫২ জন। এদিনও তিন জন 'পজিটিভ' হয়েছেন। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তিনজন যথাক্রমে মুম্বই, পুণে ও পিম্পরি-চিঞ্চবাদের বাসিন্দা। সকলেই সম্প্রতি বিদেশ সফর সেরে এসেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -