দিল্লি : দেশে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আইসিইউ বেড, অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বেশ কিছু রাজ্যে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।


বেশ কিছুদিন ধরে ধেয়ে আসছিল বাক্যবাণ। দেশের করোনো পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। এবার টুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের ধারা বজায় রাখলেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন, ''করোনার জন্য শরীরে অক্সিজেন লেভেল কমে যায়। এখন
অক্সিজেন ও আইসিইউ বেডের অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন। এর দায় কেন্দ্রীয় সরকাররে ওপর বর্তায়।''


তবে এই প্রথমবার নয়। সম্প্রতি ভ্যাকসিন বিলির নীতি নিয়েও মোদি সরকারকে কাঠগড়ায় তুলছেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতার কটাক্ষ, ''কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তাঁরা টাকা, স্বাস্থ্য সব খুইয়ে প্রাণ হারাবেন। শেষে কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।''


বুধবারই দেশের করোনা পরস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। তিনি বলেছেন, ''করোনা পরিস্থিতিতে দেশে এখন হাহাকার সৃষ্টি হয়েছে। কোভিডের সময় হাসপাতালে বেড, ওষুধ পাচ্ছেন না মানুষ। অক্সিজেনের অভাবে চিৎকার করছেন আক্রান্তের পরিজনরা। এরকম একটা সময়ে নির্বাচনী মিছিলে হাসি দেখা যাচ্ছে নেতাদের মুখে। যা খুবই অসংবেদনশীল বিষয়।''


বৃহস্পতিবার দিল্লির অক্সিজেন পরিস্থিতির জন্য ইউপি ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের সিনিয়র আধিকারিকদের দায়ী করেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সিসোদিয়া বলেছেন, ''উত্তরপ্রদেশ ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের সিনিয়র আধিকারিকরা অক্সিজেনের গাড়ি আটকাচ্ছেন। যার ফলে দিল্লির হাসপাতালে অক্সিজেন সময়মতো পৌঁছাচ্ছে না।''


এদিকে স্থাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৩২,৭৩০ জন। একদিনে মারা গিয়েছেন ২,২৬৩ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬২,৬৩,৬৯৫ জন। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১,৮৬,৯২০ জন। প্রতিদিন ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ। চিন্তা বাড়িয়েছে, মুম্বই , দিল্লি ছাড়াও বেশ কিছু রাজ্য।