নয়া দিল্লি: দেশে ১৪ শতাংশ বাড়ল করোনা (Coronavirus) সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছুঁইছুঁই। দেশে (India) ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) বৃহস্পতিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৫৯। 


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৭৩৯। এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭।     






অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৪৪ হাজার ৩৮৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ২২ লক্ষ ৪১ হাজার ৩৮৮।                       


চিকিত্সকদের অনেকে মনে করছেন, এরই মধ্যে নতুন ভ্যারিয়েন্টে ভর করে হাজির হয়েছে করোনার ফোর্থ ওয়েভ। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার ফোর্থ ওয়েভ। হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে, আশার কথা, তা আগের মতো প্রাণঘাতী নয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। খুব বেশি মাত্রায় জ্বর, পেট খারাপ, কাশি, গলা খুশখুশ, মাথা ব্যথা, গা-হাতে ব্যথা, অনেকটাই ডেঙ্গি ও ফ্লুয়ের মতো উপসর্গ।