নয়াদিল্লি: মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi)। বিদায়কালে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নকভি পদ ছাড়তেই তাঁর ছেড়ে যাওয়া দায়িত্ব তুলে দেওয়া হল স্মৃতি ইরানির (Smriti Irani) হাতে। কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি। নকভির ছেড়ে দেওয়া সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের (Minority Affairs Ministry) অতিরিক্ত দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে।
সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে স্মৃতি
আবার নকভির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রামচন্দ্র প্রসাদ সিংহও। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের দায়িত্ব ছিল তাঁর হাতে। তাঁর পদত্যাগের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে ইস্পাত মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব তুলে দিয়েছে কেন্দ্র। জ্যোতিরাদিত্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীও।
রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্মৃতি জুবিন ইরানিকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইস্পাত মন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে (Jyotiraditya Scindia)।
আরও পড়ুন: Rajya Sabha Nomination: ইলাইয়ারাজা, পি টি উষা-সহ ৪ জনকে রাজ্যসভায় মনোনয়ন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন নকভি এবং সিংহ। রাজ্যসভায় তাঁদের মেয়াদ শেষ হতে একদিন বাকি ছিল। তার আগেই পদত্যাগ করেন দু'জনে। জনসেবার জন্য তাঁদের ধন্যবাদ জানান মোদি। নকভির প্রস্থানে কেন্দ্রের বিজেপি সরকারের ৩৯৫ সজন সাংসদের মধ্যে কোনও মুসলিম প্রতিনিধি রইলেন না। একই সঙ্গে রাজ্যসভায় বিজেপি-র উপ দলনেতা ছিলেন নকভি। তাঁর পাশাপাশি রাজ্যসভায় বিজেপি-র আরও দুই মুসলিম সাংসদ ছিলেন। কিন্তু সদ্যসমাপ্ত রাজ্যসভা নির্বাচনে তাঁদের কাউকেই পুনরায় মনোনীত করেনি বিজেপি।
একজনও মুসলিম মন্ত্রী রইলেন না মোদি সরকারে
প্রাক্তন আমলা সংযুক্ত জনতা দল নেতা সিংহের জন্মদিন ছিল বুধবার। ওই দিনই পদত্যাগ করেছেন তিনি। এক বছর আগেই মন্ত্রিত্ব হাতে পেয়েছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী তথা সংযুক্ত জনতা দলের প্রধান নীতীশ কুমারের ঘনিষ্ঠ তিনি।