নয়া দিল্লি:  দেশে ১০০ কোটির টিকাকরণের উত্সব শেষ হতেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০৬। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৬৭ হাজার ৩৬৭। একদিনে ১৮ হাজার ৭৬২ জন সুস্থ হয়েছেন। এদিকে, দেশে ১০০ কোটি টিকাকরণ নিয়ে ছত্তিসগঢ়ে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 




আরও পড়ুন, ব্রিটেনে প্রাপ্ত ডেল্টার আরেক সংক্রমক রূপ ভারতেও, ৭ জনের দেহে মিলল ওই প্রজাতি, বাড়ছে আতঙ্ক


এদিকে, এরই মাঝে ফের করোনার ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়ল ব্রিটেনে। যা আরও সংক্রামক এবং মারাত্মক, এমনটাই মনে করা হচ্ছে। সেই প্রজাতির দেখা মিলল ভারতেও। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইন্দোরে এক কোভিড আক্রান্তের নমুনায় ডেল্টা প্রজাতির এই নতুন মিউটান্ট যা বৈজ্ঞানিক নাম- AY.4.2, সেটি পাওয়া গিয়েছে। ডেল্টা রূপের চেয়ে বেশি বিপজ্জনক বলেই এটিকে মনে করা হচ্ছে।      


অন্যদিকে, ৫-১১ বছর বয়সীদের করোনা টিকাকরণ নিয়ে আশার আলো। ছাড়পত্র মিললে আগামী মাসের গোড়াতেই টিকাকরণ শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফওসি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। মার্কিন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই আমেরিকায় ৫-১১ বছর বয়সী অধিকাংশের করোনা টিকাকরণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 


আরও পড়ুন, রাজ্যে করোনা বাড়তেই কঠোর প্রশাসন, মাস্ক না পরলেই চলছে ধরপাকড়


ইতিমধ্যেই এই টিকা সংক্রান্ত সব নথি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জমা দিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার-এনবায়োটেক। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সংক্ষেপে সিডিসি টিকাকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনুমোদন মিললে ৫-১১ বছর বয়সীদের দেওয়া হবে ফাইজারের টিকার দুটি ডোজ।