কলকাতা: বেসরকারি হাসপাতাল থেকে নার্সদের ইস্তফার হিড়িক। এবার রাজ্য ছাড়লেন আরও ১৬৯জন ভিন রাজ্যের নার্স। তার মধ্যে মণিপুরের ৯২, ত্রিপুরার ৪৩, ওড়িশার ৩২, ঝাড়খণ্ডের ২নার্স।
বেসরকারি হাসপাতালগুলির দাবি, ‘অনেকে ইস্তফা না দিয়েই নিজের রাজ্যে ফিরছেন।'
বাংলা ছেড়ে নিজেদের রাজ্যের পথে ইইডিএফের ৪৪ , আমরির ৬৭ ,  ডিসানের ১৬ , পিয়ারলেসের ৬, চার্নকের ১৩ নার্স। স্বাভাবিকভাবেই করোনা আবহে ভিন রাজ্যের নার্স নিয়ে সঙ্কটের মুখে রাজ্য।
এর আগে কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মরত ১৮৫জন নার্সকে নিজেদের রাজ্যে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মণিপুর সরকার। তাঁদের অনেকেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তবে শুধু মণিপুরই নয়, ত্রিপুরা, মিজোরাম, ওড়িশাও এই সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর। ফলে পশ্চিমবঙ্গে নার্স-সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাসপাতালগুলি।
এর আগে, যে সব নার্সদের ফিরিয়ে নেওয়া হচ্ছে, তাঁদের নামের তালিকাও প্রকাশ করে মণিপুর সরকার। সূত্রের খবর, তারমধ্যে রয়েছে পিয়ারলেস হাসপাতালের ২৫, আর এন টেগোর-এর ১০, মেডিকার ৩, আইরিশ হাসপাতালের ১১, অ্যাপোলো হাসপাতালের ১০, আমরির ৮, ফোর্টিস হাসপাতালের ১৬, চার্নক হাসপাতালের ২৭, কেপিসির - ৩, বি পি পোদ্দারের - ৯ জন নার্স।