Coronavirus Live Updates : উদ্বেগের মাঝেই স্বস্তি, ভারতে কমল সক্রিয় রোগীর সংখ্যা

Coronavirus news updates Live : করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 01 Jan 2023 11:35 PM
 Covid-19 Live Updates: রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ২

রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ২

Covid Live News: করোনা আবহে বর্ষবরণের ছুটি বাতিল চিনের হাসপাতালে

করোনা আবহে বর্ষবরণের ছুটি বাতিল চিনের হাসপাতালে

 Covid-19 Live Updates: চিনে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন গোটা বিশ্ব

চিনে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন গোটা বিশ্ব। একের পর এক দেশে চিন ফেরত যাত্রীদের ওপর নিয়ন্ত্রণ জারি হচ্ছে। ফ্রান্স, ব্রিটেনের পর এবার চিন ফেরত যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক হল অস্ট্রেলিয়া ও কানাডায়। 

Covid Live News: উদ্বেগের মাঝেই স্বস্তি, ভারতে কমল সক্রিয় রোগীর সংখ্যা

করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মাঝেই স্বস্তি। ভারতে কমল সক্রিয় রোগীর সংখ্যা। 

 Covid-19 Live Updates: সিঙ্গাপুর-সহ ৫টি দেশ থেকে আসা যাত্রীদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক

করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে ভারতেও উদ্বেগ ছড়িয়েছে। সিঙ্গাপুর-সহ ৫টি দেশ থেকে আসা যাত্রীদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

Covid Live News: করোনা পরিস্থিতিতে চিন থেকে উড়ান নিষিদ্ধ করল মরক্কো

 করোনা পরিস্থিতিতে চিন থেকে উড়ান নিষিদ্ধ করল মরক্কো

 Covid-19 Live Updates:মুম্বইয়ে একদিনে করোনা আক্রান্ত ৪ জন

মুম্বইয়ে একদিনে করোনা আক্রান্ত ৪ জন। 

Covid Live News: করোনা মোকাবিলায় চিনকে সাহায্যের হাত বাড়াল তাইওয়ান 

করোনা মোকাবিলায় চিনকে সাহায্যের হাত বাড়াল তাইওয়ান 

 Covid-19 Live Updates: সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক দিল্লি বিমানবন্দরে 

সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক দিল্লি বিমানবন্দরে 

Covid Live News: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৬৫ জন, মৃতের সংখ্যা ৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৬৫ জন, মৃতের সংখ্যা ৩

 Covid-19 Live Updates: করোনাবিধিকে তোয়াক্কা না করেই বর্ষবরণ উদযাপন চিনে

করোনাবিধিকে তোয়াক্কা না করেই বর্ষবরণ উদযাপন চিনে

Covid Live News: চিন থেকে ফিরলে হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল কর্ণাটক সরকার

চিন থেকে ফিরলে হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল কর্ণাটক সরকার

 Covid-19 Live Updates: চিন থেকে আসা পর্যটকদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল কানাডা

 চিন থেকে আসা পর্যটকদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল কানাডা

Covid Live News: চিন থেকে আসা পর্যটকদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল অস্ট্রেলিয়া

চিন থেকে আসা পর্যটকদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল অস্ট্রেলিয়া

Covid-19 Live Updates: আমাদের এয়ার সুবিধা ফর্ম পূরণ এবং আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হয়েছে, জানালেন যাত্রী

বিমানবন্দরে কড়া চেকিং চলছে। আমাদের এয়ার সুবিধা ফর্ম পূরণ এবং আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জানালেন সিঙ্গাপুর থেকে দিল্লি বিমানবন্দর হয়ে ফেরা যাত্রী। 

Covid Live News: জাপানের কাছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের আবেদন জানাল হংকং

জাপানের কাছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের আবেদন জানাল হংকং। তাদের বক্তব্য, এর প্রভাব পড়বে প্রায় ৬০ হাজার মানুষের জীবনে।

Covid-19 Live Updates: চিন থেকে কেউ অস্ট্রেলিয়া গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক

এবার অস্ট্রেলিয়াও। চিন থেকে কেউ সেদেশে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এমনই নির্দেশিকা জারি হল।

Covid Live News: চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক কর্ণাটকে

চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে তাঁর হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক। জানাল কর্ণাটক সরকার।

Covid-19 Live Updates: দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২৬৫

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২৬৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা নেমে দাঁড়াল ২,৭০৬। জানাল স্বাস্থ্য মন্ত্রক।

Covid Live News: করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিনকে সাহায্য করার প্রস্তাব তাইওয়ানের

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিনকে সাহায্য করার প্রস্তাব তাইওয়ানের। 

Covid-19 Live Updates: উধাও হল কোভিড বিধি, উৎসবে-উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানাল ভারত

উৎসবে-উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানাল ভারত। দেশের বিভিন্ন বড় শহরে ২ বছর পর শিথিল হল কোভিড বিধি। সাবধানতার কথা বলা হলেও, সেরকম কিছু ছবি চোখে পড়ল না। বলছে ওয়াকিবহাল মহল।

COVID Live News: আধিকারিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির

করোনা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২২ ডিসেম্বর যেসব নির্দেশিকাগুলি দিয়েছিলেন, তার কতটা পালন করা হচ্ছে তা জানতে প্রিন্সিপ্যাল সেক্রেটারি পি কে মিশ্রার বৈঠক আধিকারিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে।

Covid-19 Live Updates: কোভিড-আতঙ্কের আবহেই নতুন বছরকে স্বাগত জানাতে উহানে বিশাল জমায়েত

কোভিড-আতঙ্কের আবহেই নতুন বছরকে স্বাগত জানাতে চিনের উহানে বিশাল সংখ্যক মানুষের জমায়েত। রয়াটার্স সূত্রের খবর।

COVID Live News: করোনা সংক্রমণের ক্ষেত্রে আগামী ৪০ দিন ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ, বলছে স্বাস্থ্য মন্ত্রক

আগামী ৪০ দিন ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, জানুয়ারির মাঝামাঝিতে বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা, এমনই সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Covid-19 Live Updates: শনিবার দেশে নতুন করে ২২৬ জন করোনায় আক্রান্ত

শনিবার দেশে নতুন করে ২২৬ জন করোনায় আক্রান্ত হন। এনিয়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬৫৩

COVID Live News: তথ্য দিতেই হবে চিনকে, সতর্কবার্তা WHO-র

করোনার তথ্য় গোপন করছে চিন। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO।  তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রেক্ষাপট

কলকাতা : নতুন করে আতঙ্ক বাড়িয়েছে করোনা (Corona)। বিশ্বের বিভিন্ন দেশে জারি সতর্কতা। কোথায় কী পরিস্থিতি ?



  • করোনার তথ্য় গোপন করছে চিন (China is Hiding Information on Corona)। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO (World Health Organization)।  তথ্য দিতেই হবে চিনকে (China), সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন। নববর্ষের আগে সতর্ক করা হয়েছে নাগরিকদের। জিরো কোভিড পলিসি-র জেরে এমনিতেই অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে ড্রাগনের দেশে। 

  • 'জিরো কোভিড পলিসি'তে বড় অর্থনৈতিক ধাক্কা খেল চিন। ২০২০-র পর অনেকাই নেমে এসেছে দেশের আর্থিক অবস্থা। এমনই জানিয়েছে চিনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স।

  • চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও হংকং থেকে আসা যাত্রীদের জন্য ভারতে নেগেটিভ RT-PCR আবশ্যিক।  নতুন বছর থেকেই শুরু হবে নিয়ম।

  • জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার। জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে।

  • আমেরিকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার XBB.1.5 রূপ। দেশের মোট সংক্রমণের ৪০ শতাংশই এই রূপে আক্রান্ত বলে জানা গিয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে সে দেশের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

  • দিল্লিতে নতুন করে নয়টি COVID-19 কেস ধরা পড়েছে। শনিবার কোভিড পজিটিভের হার দাঁড়িয়েছে ০.২২ শতাংশ। এমনই জানিয়েছে স্বাস্থ্য বিভাগের ডেটা।

  • নবান্ন সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.