Coronavirus Live Updates : উদ্বেগের মাঝেই স্বস্তি, ভারতে কমল সক্রিয় রোগীর সংখ্যা

Coronavirus news updates Live : করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

Continues below advertisement

LIVE

Background

কলকাতা : নতুন করে আতঙ্ক বাড়িয়েছে করোনা (Corona)। বিশ্বের বিভিন্ন দেশে জারি সতর্কতা। কোথায় কী পরিস্থিতি ?

  • করোনার তথ্য় গোপন করছে চিন (China is Hiding Information on Corona)। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO (World Health Organization)।  তথ্য দিতেই হবে চিনকে (China), সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
  • অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন। নববর্ষের আগে সতর্ক করা হয়েছে নাগরিকদের। জিরো কোভিড পলিসি-র জেরে এমনিতেই অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে ড্রাগনের দেশে। 
  • 'জিরো কোভিড পলিসি'তে বড় অর্থনৈতিক ধাক্কা খেল চিন। ২০২০-র পর অনেকাই নেমে এসেছে দেশের আর্থিক অবস্থা। এমনই জানিয়েছে চিনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স।
  • চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও হংকং থেকে আসা যাত্রীদের জন্য ভারতে নেগেটিভ RT-PCR আবশ্যিক।  নতুন বছর থেকেই শুরু হবে নিয়ম।
  • জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার। জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে।
  • আমেরিকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার XBB.1.5 রূপ। দেশের মোট সংক্রমণের ৪০ শতাংশই এই রূপে আক্রান্ত বলে জানা গিয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে সে দেশের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
  • দিল্লিতে নতুন করে নয়টি COVID-19 কেস ধরা পড়েছে। শনিবার কোভিড পজিটিভের হার দাঁড়িয়েছে ০.২২ শতাংশ। এমনই জানিয়েছে স্বাস্থ্য বিভাগের ডেটা।
  • নবান্ন সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। 
Continues below advertisement
Sponsored Links by Taboola