ট্রেন্ডিং

‘প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন, তাতে খুশি’, মন্তব্য সমীর গুহর স্ত্রীর

পর্যটকশূন্য উপত্যকা, হামলার এক মাস পর কেমন আছে পহেলগাঁও?

এবার উত্তরপ্রদেশ STF-এর জালে দুই ‘পাক গুপ্তচর’

বেহাল রাস্তার হাল ফের প্রকাশ্যে, রাস্তায় কাদায় চাকা আটকে গাড়িতেই প্রসব!

শিলিগুড়িতে তিরঙ্গা মিছিল শুভেন্দু অধিকারীর
নিয়ম না মেনে ভারতে, ফেরত পাঠানো হবে বহু বাংলাদেশিকে ; কোন কাজ করতে বলা হয়েছে বাংলাদেশকে ? জানাল সরকার
Coronavirus Live Updates : উদ্বেগের মাঝেই স্বস্তি, ভারতে কমল সক্রিয় রোগীর সংখ্যা
Coronavirus news updates Live : করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।
Continues below advertisement
LIVE

Background
কলকাতা : নতুন করে আতঙ্ক বাড়িয়েছে করোনা (Corona)। বিশ্বের বিভিন্ন দেশে জারি সতর্কতা। কোথায় কী পরিস্থিতি ?
- করোনার তথ্য় গোপন করছে চিন (China is Hiding Information on Corona)। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO (World Health Organization)। তথ্য দিতেই হবে চিনকে (China), সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন। নববর্ষের আগে সতর্ক করা হয়েছে নাগরিকদের। জিরো কোভিড পলিসি-র জেরে এমনিতেই অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে ড্রাগনের দেশে।
- 'জিরো কোভিড পলিসি'তে বড় অর্থনৈতিক ধাক্কা খেল চিন। ২০২০-র পর অনেকাই নেমে এসেছে দেশের আর্থিক অবস্থা। এমনই জানিয়েছে চিনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স।
- চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও হংকং থেকে আসা যাত্রীদের জন্য ভারতে নেগেটিভ RT-PCR আবশ্যিক। নতুন বছর থেকেই শুরু হবে নিয়ম।
- জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার। জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে।
- আমেরিকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার XBB.1.5 রূপ। দেশের মোট সংক্রমণের ৪০ শতাংশই এই রূপে আক্রান্ত বলে জানা গিয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে সে দেশের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
- দিল্লিতে নতুন করে নয়টি COVID-19 কেস ধরা পড়েছে। শনিবার কোভিড পজিটিভের হার দাঁড়িয়েছে ০.২২ শতাংশ। এমনই জানিয়েছে স্বাস্থ্য বিভাগের ডেটা।
- নবান্ন সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।
Continues below advertisement
Tags :
Coronavirus WHO India Covid Cases India Covid Cases Today Omicron China India COVID India Covid News Today Mansukh Mandaviya Niti Aayog Vk Paul Omicron Subvariant Bf7 New Coronavirus News Updates Coronavirus Live Updatesবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ