মুম্বই: ভারতে খোঁজ মিলল কোভিয়ের নয়া স্ট্রেনের। নতুন ওমিক্রন স্ট্রেন XE এবার মুম্বইয়ে (Mumbai)। ভারতে এই প্রথম নতুন স্ট্রেনের খোঁজ মিলল। 


কী বলছে প্রশাসন:
গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কমিশন জানিয়েছে ২৩০ জন কোভিড আক্রান্তের মধ্যে একজনের দেহে XE স্ট্রেন মিলেছে। প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা।  ১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা। যিনি আক্রান্ত তাঁর শারীরিক পরিস্থিতিতে কোনও জটিলতা নেই বলে জানিয়েছে প্রশাসন। 


কী এই নয়া স্ট্রেন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের (Omicron) থেকেও বেশি সংক্রামক নতুন এই কোভিড স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই স্ট্রেনের নাম XE recombinant (Omicron XE Variant). অর্থাৎ ওমিক্রনের আগের দুটি সাব ভ্যারিয়েন্ট ( Variant)  BA1 এবং BA2 থেকে এই স্ট্রেন এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের B.A 2 ভ্যারিয়েন্টের চেয়েও ১০ শতাংশ বেশি সংক্রামক নতুন এই ভ্যারিয়েন্ট।


প্রথম কোথায় ধরা পড়ে:
নতুন এই স্ট্রেন প্রথম ধরা পড়ে ব্রিটেনে। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে XE-র হদিশ।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও সারা বিশ্বে ওমিক্রনে B.A 2 ভ্যারিয়েন্টের দাপট চলছে। এখন যা সংক্রমণ হচ্ছে, তার মধ্যে ৮৬ শতাংশই ওমিক্রনের B.A 2 ভ্যারিয়েন্ট। এখনও পর্যন্ত অতি অল্পসংখ্যক আক্রান্ত নতুন XE ভ্যারিয়েন্টে আক্রান্ত। যদিও এর সংক্রামক ক্ষমতা অনেক বেশি। তাই দ্রুত এই স্ট্রেন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে ভবিষ্যতে এটাই বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতেও এর হদিশ মেলায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।  


এদিন প্রায় ২ বছর পর সোমবার দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে নামে। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯১৩। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৪৮৭। দেশে এখন সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। দৈনিক করোনা আক্রান্তের হার ০.২৩ শতাংশ। দেশে এখন সক্রিয় করোনা আক্রান্ত ১১,৮৭১ জন। দেশের বেশিরভাগ রাজ্যেই করোনা আক্রান্তের হার কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের ছবিটা। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে বেশি।


আরও পড়ুন: বচসার মাঝেই গুলি, পাঞ্জাবে মৃত্যু কবাডি খেলোয়াড়ের