নয়াদিল্লি ও কলকাতা: সপ্তাহের প্রথম দিকে লাদাখ স্কাউট্সের এক জওয়ানের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলার পর রবিবার আরও দুই সেনাকর্মী করোনা আক্রান্ত হলেন। এঁদের মধ্যে একজন কলকাতায় কর্মরত অফিসার পদমর্যাদার সামরিক চিকিৎসক। অপরজন দেরাদূনে কর্মরত জুনিয়র কমিশনড অফিসার(জেসিও)।
সেনা সূত্রে খবর, দুজনই সাম্প্রতিক অতীতে কাজের স্বার্থে যাত্রা করেছেন। পাশাপাশি, এই দুজনের সঙ্গে সাম্প্রতিক অতীতে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। সেনা সূত্রে খবর, দুই আক্রান্তের অবস্থা স্থিতিশীল।
কলকাতায় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উইং কমান্ডার মনদীপ সিংহ হুডা জানান, দুজনের মধ্য়ে একজন কর্নেল পদমর্যাদার। তিনি কলকাতার কমান্ড হাসপাতালে কর্মরত। সেনা সূত্রে খবর, বছর পঞ্চান্নর আর্মি মেডিক্যাল কোরের ওই অফিসার সামরিক হাসপাতালে অ্যানাস্থেতিস্ট হিসেবে কাজ করেন। প্রসঙ্গত,কলকাতায় এই প্রথম কোনও চিকিৎসক করোনা পজিটিভ হলেন।
সেনার তরফে জানানো হয়েছে, গত ১৭ তারিখ ওই চিকিৎসক নয়াদিল্লি থেকে ফেরেন। গত ২৪ তারিখ তাঁর জ্বর হয়। এরপর ২৮ তারিখ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে, পরীক্ষা করালে, তাঁর নমুনা পজি়টিভ আসে। বর্তমানে ওই অফিসারকে কোয়ারান্টিনে রেখে তাঁর সহকর্মীদের ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
দ্বিতীয়জন দেরাদূনে পোস্টেড এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)। তবে, শ্রীনগরে টেরিটোরয়াল আর্মির এক জওয়ানের নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে। সন্দেহ করা হচ্ছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৮ মার্চ, ভারতীয় সেনার প্রথম কোনও কর্মীর দেহে করোনা সংক্রমণের প্রমাণ মেলে। আক্রান্ত লাদাখ স্কাউটসের জওয়ান। জানা যায়, ওই জওয়ানের বাবা ইরানে তীর্থ করে দেশে ২৭ ফেব্রুয়ারি ফেরেন। সেখান থেকেই ছেলের শরীরে সংক্রমণ ছড়ায় বলে দাবি। বর্তমানে ওই জওয়ানের চিকিৎসা চলছে এবং তাঁর স্ত্রী সহ গোটা পরিবারকে লাদাখে কোয়ারান্টিনে রাখা হয়েছে।
এর আগে, এদিনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সেনাকর্মীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার প্রস্তাবকে অনুমোদন দেন। অনুমান, প্রায় ৫০০ কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন শাখার থেকে সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। এই তালিকায় রয়েছে স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা, প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইত্যাদি।
করোনাভাইরাস আতঙ্কে রাজধানীর সাউথ ব্লকে সনার সদর দফতর গত বুধবার থেকে বন্ধ রয়েছে। প্রসঙ্গত, ওই দিন থেকেই গোটা দেশে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।