নয়াদিল্লি: ভারতেই তৈরি হল করোনাভাইরাস পরীক্ষা করার কিট। সময় লাগল মাত্র ৬ সপ্তাহ। মহামারীর কোপে যখন দেশের হাজার হাজার মানুষের প্রাণনাশের আশঙ্কা তখন এই সময়োপযোগী আবিষ্কার করলেন পুণের ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। বৃহস্পতিবারই চিকিৎসক ভোসলে এবং তাঁর ইউনিট যে কিট তৈরি করেছে, তা বাজারে এসেছে। প্রথম সপ্তাহেই পুণে, মুম্বই, দিল্লি, গোয়া ও বেঙ্গালুরুর ১৫০টি ল্যাবে এই কিট সরবরাহ করা হয়েছে। যেখানে প্রতিনিয়ত সন্দেহভাজন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষার কাজ চলছে।



প্রতিটি কিটে অন্তত ১০০ বার নমুনা পরীক্ষা করা যাবে। ভারতীয় মুদ্রায় যার দাম ১২০০ টাকা। প্রসঙ্গত, এই কিট সঠিকভাবে কাজ করলে ভারত এই সঙ্কটে আর্থিক দিক থেকেও লাভবান হবে। এমনিতে বিদেশ থেকে যে সব কিট করোনা পরীক্ষার জন্য আমদানি করা হচ্ছে, তার দাম প্রায় সাড়ে ৪ হাজার টাকা। সেই তুলনায় স্বদেশী করোনা কিটের দাম অর্ধেকেরও কম।



(ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। ছবি- ট্যুইটার )


সম্প্রতি মা হয়েছেন ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। পিটিআই-কে দেওয়া প্রতিক্রিয়া এই চিকিৎসক জানিয়েছেন, “গর্ভাবস্থায় কিট নিয়ে কাজ করার জন্য কিছু জটিলতা তৈরি হয়েছিল। সে কারণে সিজার করে প্রসব করতে হয়েছে। তবে আমার এখন মনে হচ্ছে ২টি সন্তানের জন্ম দিয়েছি।” তাঁর কথায়, দেশকে সেবা করার এটাই সর্বোত্তম সময় ছিল। করোনা মোকাবিলায় মানুষ যেভাবে লড়ছে, এই সময়ই তাদের পাশে থাকার কথা অনুভব করেছেন তিনি। চিকিৎসক ভোসলে বলেন, “আমি পাঁচ বছর ধরে এই কাজ করছি। মানুষের সঙ্কটের সময়ই যদি কাজে না আসতে পারি, তাহলে আর কাজের মূল্যই বা কী রইল?” তাঁর আই আবিষ্কারে তাঁকে সাহায্য করেছেন আরও ১০ জন। পুণের মাইল্যাব ডিস্কভারিতেই করোনা পরীক্ষার কিট তৈরি হয়েছে।


পড়ুন: চতুর্থবারও করোনা রিপোর্ট পজিটিভ, ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কণিকা’


সংস্থার যুগ্ম কর্ণধার শ্রীকান্ত পাতোলে স্বদেশী কোভিড-১৯ পরীক্ষা কিট তৈরির সমস্ত কৃতিত্বই দিয়েছেন ভাইরোলজিস্ট ভোসলেকে। যদিও ভাইরোলজিস্ট বলছেন, “দেশের জন্য কিছু করতে পেরেছি, এতেই আমি খুশি।”