দিল্লি : সেকেন্ড ওয়েভে সংক্রমণ বাড়ার গতিতে ছেদ নেই। করোনা সংক্রমণের দৈনিক রেকর্ড ফের। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো চুরাশি জন। একদিনে মারা গিয়েছেন সাতশো চুরানব্বই জন। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ আটষট্টি হাজার ছশো একত্রিশ।