কলকাতা : এবার করোনায় আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ টুইট করে একথা জানান তিনি। তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে অধীর লেখেন, আমি করোনায় আক্রান্ত। গত সাতদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোভিড প্রোটোকল মেনে চলুন। ভার্চুয়াল মাধ্যমে আমি প্রচার চালিয়ে যাব। আপনাদের অনুরোধ করছি, নিজেদের জীবন থেকে কোভিডকে দূরে রাখতে যত্ন নিন।
এদিকে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, অধীরদা-র সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করি।
প্রসঙ্গত, দলের একাধিক সহকর্মীর করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত সোমবার থেকে দু'দিনের জন্য দলের সমস্ত কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর আজ তাঁর কোভিড পজিটিভের খবর আসে। ষষ্ঠ দফার ভোটের আগের দিনই এই খবরে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ কংগ্রেস শিবিরে। এখনও সপ্তম ও অষ্টম দফার ভোট বাকি রয়েছে। যদিও এই অবস্থাতেও তিনি ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অধীর।
করোনা পরিস্থিতিতে এমনিতেই সভা-সমাবেশে রাশ টেনেছে বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধি তাঁর পশ্চিমবঙ্গের সভা বাতিল করেছেন। বিজেপিও ছোটো ছোটো সভা করবে বলে জানিয়ে দিয়েছে। সেখানে ৫০০-র বেশি জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় আর প্রচার কর্মসূচি নেবেন না বলে দলের তরফে জানানো হয়েছে। শুধুমাত্র ২৬ এপ্রিল তিনি একটি সিম্বলিক মিটিং করবেন।
এদিকে শুধু অধীরই নন, গত কয়েকদিনে কংগ্রেসের একের পর এক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। করোনায় আক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী থারুরও। পাশাপাশি তাঁর বোন এবং ৮৫ বছরের বৃদ্ধা মা-ও করোনায় আক্রান্ত বলে আজ টুইটারে জানান থারুর।