সুমন ঘড়াই, কলকাতা: দিল্লির পরে এবার বেশি সংক্রমিত চার রাজ্য নিয়ে কড়াকড়ি। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় এবার কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হল। চার রাজ্যের যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দফতর।


স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে ঢুকতে নেগেটিভ হতে হবে করোনা রিপোর্ট। মহারাষ্ট্র, কেরল থেকে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা। নির্দেশিকা কর্নাটক, তেলেঙ্গনা থেকে আসা যাত্রীদের জন্যও। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হলে তবেই রাজ্যে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর। সংক্রমণ-বৃদ্ধির আশঙ্কায় নির্দেশিকা রাজ্য সরকার নির্দেশিকায় বলা হয়েছে, বিমানে ওঠার আগের ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। উল্লেখ্য, সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার।





বছর ঘুরতে চললেও, এখনও কাটেনি করোনার আতঙ্ক। হাতে টিকা এলেও উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন স্ট্রেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত কয়েক দিন ধরে কোভিড সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং পঞ্জাবে।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৪২। আগের তুলনায় এই সংখ্যাটা কম হলেও নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলছে মহারাষ্ট্র ও কেরল। 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের মধ্যে ৭৫ শতাংশ অর্থাত্‍ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র এবং কেরলে। তাহলে কি দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হল? এমন আশঙ্কা রয়েছে সর্বত্রই ৷


অসামরিক বিমান পরিবহণমন্ত্রককে চিঠি দিয়ে স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, শনিবার দুপুর ১২ টা-র পর ওই চার রাজ্য থেকে যেসব যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামবেন, তাঁদের বিমানে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করিয়ে নিতে হবে। রিপোর্ট যদি নেগেটিভ আসে, তাহলেই সংশ্লিষ্ট যাত্রীকে কলকাতায় নামার অনুমতি দেওয়া হবে।