কলকাতা: বাজারে আসছে স্যামসংয়ের নতুন ফোন। আগামী ৩ মার্চ মালেশিয়ায় লঞ্চ করতে চলেছে স্যামসং গ্য়ালাক্সি এম৬২ (Samsung Galaxy M62)। নামজাদা এক ই-কমার্স সংস্থা এই ফোনের লঞ্চ হওয়ার খবর জানিয়েছে। স্যামসং গ্য়ালাক্সি এফ৬২-কে নতুন করে তৈরি করা হয়েছে।
জানা গিয়েছে, নয়া এই ফোনে আছে ৭০০০ এমএএইচ (7,000mAh ) ব্যাটারি। সঙ্গে আছে কোয়াড রেয়ার ক্যামেরা। এই ফোনের মডেলের সঙ্গে মিল আছে স্যামসং গ্য়ালাক্সি এফ৬২-এর। গত সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করে। তবে নতুন এই ফোন স্যামসং গ্য়ালাক্সি এম৬২ বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ভারতের বাজারে কবে আসবে তাও এখনও স্পষ্ট নয়।
ছবিতে দেখা যাচ্ছে, নতুন ফোনে আছে উন্নতমানের ক্যামেরা। কালো এবং নীল রঙের এই ফোন মিলবে বাজারে। যেহেতু স্যামসং গ্য়ালাক্সি এফ৬২-কে রিব্যান্ডিং করা হয়েছে তাই ওই ফোনের মতোই বিভিন্ন ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে।
আশা করা যায়, স্যামসং গ্য়ালাক্সি এম৬২-তে থাকতে পারে ৬.৭ ইঞ্চি এইচডি স্ক্রিন। ৮ জিবি র্যাম থাকতে পারে। মাইক্রো এসডি কার্ড সহ ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে মালেশিয়ায় র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। ফোনে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা। যার মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে এই ফোনে। জানা গিয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ. ইউএসবি, টাইপ সি এবং ৩.৫ হেডফোন জ্যাক সহ ফোনের একপাশে সেন্সর লকের ফিচার আছে।