কলকাতা: করোনা আবহে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে সূত্রের খবর।


গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।


গত মাসেই দু’দিন ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ। আগামী ১৫ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ও ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসবে ভক্তদের জন্য মঠ বন্ধ রাখা হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুর জন্মমহোৎসবের দিনও ভক্ত-দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় বেলুড়মঠ। 


এদিকে বাংলায় হু হু  করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজারেরও বেশি মানুষ । বলা যায় ১১ হাজার ছুই ছুই রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭৮৪ জন । এ রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল  ৬৮৮৯৫৬। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০৭১০। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫৮ জনের । করোনা আক্রান্তের নিরিখে, এ রাজ্যে সব থেকে এগিয়ে কলকাতা জেলা। এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০০১০।   কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি । কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্তের সংখ্যা । এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮২৮৪। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৪৯ জন। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরানোর মত । কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।