পটনা: বিহারে জুন পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ। আগামী ১ জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে বলেই জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৫ মে থেকে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করে বিহার সরকার। আগামিকাল ২৫ মে সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে আজ ২৪-এর মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।




এদিন নীতীশ কুমার জানিয়েছেন, গত ৫ মে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণার পর আজ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। লকডাউনের প্রভাবে ভাল ফল পেয়েছে রাজ্য। তবে পরিস্থিতি আরও খানিকটা বাগে আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। 


তিনি আরও জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গেলেও এখনই লকডাউন তুলে দেওয়া যাবে না। ১ জুন পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে। করোনার সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ার জন্য ৫ মে থেকে তিন সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ (সোমবার) সহকারী মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে  পরিস্থিতি পর্যালোচনা করা হয়।


বিহারে লাগাতার করোনা সংক্রমণ বৃদ্ধির পাওয়ায় লকডাউনের পথে হেঁটেছিল রাজ্য। অবস্থা বিচার করে রাজ্যের চার হাসপাতাল প্রধান এবং আইএমএ-র রাজ্য দফর থেকে ১৫ দিনের লকডাউনের আর্জি জানানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারই এই সিদ্ধান্ত নেন নীতীশ কুমার।


এর আগে বিহারে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছিল। গত ১৮ এপ্রিলই এই সিদ্ধান্তের কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী। জানানো হয়, রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন কার্ফু। একইসঙ্গে করোনা রুখতে নতুন গাইডলাইন লাগু করেছে বিহার সরকার।