নয়াদিল্লি: এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিবেশবিদ তথা চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা। বয়স হয়েছিল ৯৪ বছর। করোনা আক্রান্ত হয়ে হৃষিকেশের এইমসে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছে, কোভিড নিউমোনিয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, চিপকো আন্দোলেনের নেতা সুন্দরলাল বহুগুনা করোনা আক্রান্ত হয়ে হৃষিকেশের এইমসে প্রয়াত হয়েছেন।
এদিন শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, সুন্দরলাল বহুগুনার প্রয়াণ একটা বড় ক্ষতি। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেঁচে থাকার নীতি তৈরি করেছিলেন তিনি। তাঁর সরলতা কখনই ভোলা যাবে না।
১৯২৭ সালে ৯ জানুয়ারি জন্ম হয় সুন্দরলাল বহুগুনার। চিপকো আন্দোলনের প্রাণপুরুষ বলা হয়ে থাকে তাঁকে। বনাঞ্চল রক্ষার জন্য শুরু করেন চিপকো আন্দোলন। পরিবেশের প্রতি তাঁর অবদানের জন্য পদ্ম ভূষণে সম্মানিত করা হয়। পাশাপাশি একাধিক অ্য়াওয়ার্ড পেয়েছেন তিনি। তেহরি ড্যামে বাঁধ নির্মাণের বিরোধিতা করে ৮৪ দিন অনশন করেছিলেন। বাঁধ নির্মাণের শেষ পর্যায় পর্যন্ত এই অনশন করেছিলেন তিনি। এমনকী তাঁর নিজের বাড়িও তেহারি ড্যামে ডুবে যায়। এই আন্দোলন করতে গিয়ে তাঁকে জেল পর্যন্ত খাটতে হয়। হিমালয়ের কোলে হোটেল বিল্ডিং এবং বিলাসবহুল পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিরোধিতা করেও আন্দোলনে সোচ্চার হয়েছিলেন।
এদিকে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চার হাজার ছাড়াল। তবে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১।