কলকাতা: সংস্থার বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে দায়ের হওয়া মামলা খারিজ করার আবেদন জানাতে চলেছে সিবিআই। সূত্রের খবর, আজ হাইকোর্টে এই মর্মে আবেদন করতে পারে সিবিআই। গত বুধবার গড়িয়াহাট থানায় সিবিআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 


ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণকে বাগে আনতে রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন শুরু হয়েছে।  জারি রয়েছে মহামারী আইন। যে কোনও ধরনের জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে রাজ্যে। 


এই পরিস্থিতিতে সোমবার সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়দের বাড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে তাঁদের গ্রেফতার করে সিবিআই। 


এই ঘটনায় সেদিনই লালবাজারে করোনাবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 


পরে বুধবার গড়িয়াহাট থানায় এনিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। তাতে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ধারায় ক্ষতি হতে পারে জেনেও সরকারি আধিকারিকের আইনভঙ্গ, ১৬৬-এ ধারায় সরকারি আধিকারিকের আইনে ভঙ্গ, ১৮৮ ধারায় ১৪৪ ধারা ভঙ্গ, ৩৪ নম্বর ধারায় একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন এবং মহামারী আইনের ৫১-বি ধারায় মামলা রুজু করা হয়।