নয়াদিল্লি: করোনা আতঙ্কে ত্রস্ত সারা বিশ্ব। এখনও পর্যন্ত দেশে করোনার আক্রান্তের মোট  সংখ্যা  ৫১।  মঙ্গলবার রাতে জয়পুরে আরও এক করোনা আক্রান্তের খবর মিলেছে।। ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুরে আসা এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের শরীরে এই মারণ ভাইরাসের সন্ধান মিলেছে।  রোগীকে সওয়াই মান সিংহ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। স্পাইস জেটের যে বিমানে ওই রোগী এসেছিলেন, সেই বিমানের সব যাত্রীদেরও শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জয়পুরে তাঁর সঙ্গে চিকিৎসা করানো প্রবীণ স্ত্রী, ছেলে এবং ডাক্তারকেও সাওয়াই মান সিং হাসপাতালে পরীক্ষার জন্য আনা হয়।
অন্যদিকে ৩১ মার্চ পর্যন্ত জম্মু-কাশ্মীরে বন্ধ সমস্ত সিনেমা হল। মহারাষ্ট্রে করোনা সন্দেহে ৩০৪ জনের পরীক্ষা করা হয়। ২৮৯ জনের রক্ত পরীক্ষায় মেলেনি কিছুই। ৫ জনের রক্ত পরীক্ষায় মিলল করোনা ভাইরাস। এখনও ১০ জনের রক্ত পরীক্ষায় রিপোর্ট আসা বাকি।
এদিকে রাজ্যে, কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এবার নোভেল করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল এসএসকেএম। রাজ্যের প্রথম কোনও হাসপাতালে শুরু হচ্ছে নমুনা পরীক্ষার কাজ। কয়েকদিন আগে এসএসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্যমন্ত্রক। এরপরই নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পায় হাসপাতাল। অন্যদিকে গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দিয়েছে নাইসেড। রিপোর্টে করোনা সংক্রমণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।