নয়াদিল্লি: ৯ মে থেকে ২৩ মে পর্যন্ত কার্ফু জারি করল গোয়ার প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা দুটোই বাড়ছে।


কার্ফু চলাকালীন জরুরি পরিষেবা চালু থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুদিখানার দোকান খোলা থাকবে। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু রাখা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে তা বলা হবে আগামীকাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সংক্রমিত হওয়া এবং মৃত্যুর হার বাড়ছে। তবে অক্সিজেন এবং ওষুধের ঘাটতি নেই বলেই জানিয়েছেন তিনি। আগামীকাল বিকেল ৪টে নাগাদ এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, কার্ফু চলাকালীন কাউকে রাস্তায় দেখলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না। আর্জি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। ভাইরাসে চেন ভাঙার জন্য রাজ্যজুড়ে কার্ফু জারি রাখা প্রয়োজন। তাঁর কথায়, এই সময় সাধারণ মানুষের নিজের এবং তার পরিবারের যেভাবে খেয়াল রাখা উচিত, তা অনেকেই রাখছেন না। এমনকী কোভিডবিধিও মানছেন না অনেকেই।


এই কার্ফু চলাকালীন বিয়ের অনুষ্ঠানে ছাড়পত্র দিচ্ছে না গোয়ার প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, যতদিন কার্ফু চলবে ততদিন বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবে না। কারণ, বিয়ের বাড়ির জমায়েত সুপার  স্প্রেডার হিসেবে কাজ করতে পারে। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকার তৃতীয় ঢেউ রুখতেও প্রস্তুতি নিচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত করছে তারা।


রাজ্যের বিরোধী দল এই কার্ফু নিয়ে কটাক্ষ করেছে। বিরোধী দলের নেতা দিগম্বর কামাত বলেন, গোয়ায় সংক্রমণ রুখতে বড় পরিকল্পনার প্রয়োজন। শুধু মুখের কথায় কাজ হবে না। রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। রাজ্যে করোনার জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।