চিক্কামাগালুরু(কর্ণাটক) : করোনার আতঙ্ক কমার কোনও লক্ষণ নেই। উপরন্তু, সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবার-পরিজন নিয়ে চিন্তা বাড়ছে সকলেরই। সেই উদ্বেগ থেকেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন ৭২ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধ। কর্ণাটকের চিক্কামাগালুরুর তারিকেরে তালুকের বেলেনেহাল্লি টান্ড্যর ঘটনা। 


পুলিশ জানিয়েছে, ৭২ বছরের ওই বৃদ্ধ অবসরপ্রাপ্ত সহকারী তহসিলদার। তাঁর সুইসাইড নোটে মূল যে বিষয়টি উল্লেখ করা আছে তা হল, তাঁর থেকে নাতনি করোনায় আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি সংক্রমিত মেয়েও। 


কন্নড় ভাষায় লেখা ওই সুইসাইড নোটে বৃদ্ধ লিখেছেন, "আমার থেকেই আমার ছোট্ট পুতুল তথা আমরা নাতনি এবং মেয়ে মারণ রোগে আক্রান্ত হয়েছে। এই জন্য আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারব না। আমি ওদের যন্ত্রণা দেখতে পারছি না। তাই আমি আত্মহত্যা করছি।"  


সুইসাইড নোটের টাইটেলে লেখা হয়েছে, সব আশা হারিয়েছি ; কারণ : আমি বয়স্ক- এছাড়া আমার শেষ ইচ্ছা খামারে যেন আমার দেহ দাহ করা হয় এবং পরিবার যদি আমার শেষকৃত্য দেখতে চায়, তাদের যেন সেই সুযোগ দেওয়া হয়।


ওই নোটে তিনি স্ত্রী, মেয়ে-জামাই ও নাতনির কাছে ক্ষমা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম সি সোম নায়েক। বাড়ি থেকে কিছুটা দূরে খামারবাড়িতে রাখা গাড়িতে আত্মহত্যা করেছেন তিনি। 


পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তি সিঙ্গল ব্যারেল মাজেল বন্দুক ব্যবহার করেছিলেন। এই রাজ্যের মান্ড অঞ্চলের জমির মালিকদের কাছে এই বন্দুক রাখা খুব সাধারণ বিষয়। জন্তুর আক্রমণ থেকে আত্মরক্ষার্থে এই বন্দুক রাখা হয়। ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনা পরিস্থিতি খারাপ কর্ণাটকেও। গতকাল দক্ষিণের এই রাজ্যে নতুন করে ৪৭ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হন। এই পরিস্থিতিতে আজ থেকে সেখানে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। ২৪ মে সকাল ৬টায় শেষ হবে লকডাউন।