হাওড়া: একসঙ্গে একাধিক মৃতদেহ দাহ করার অভিযোগ। মৃতদেহের চাপে বন্ধ হয়ে গেল শিবপুর শ্মশানের একমাত্র চুল্লি। শ্মশান চত্বরে জমছে মৃতদেহ। পরিস্থিতি সামাল দিতে আপাতত শ্মশানের দ্বিতীয় চুল্লিটি চালু করা হয়েছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জানানো হয়েছে হাওড়া পুরসভার তরফে। রাজ্যে অব্যাহত করোনার সংক্রমণ। মৃত্যু মিছিল। মৃতদেহের চাপ সামলাতে না পারার খবর ইতিমধ্যেই একাধিকবার সামনে এসেছে।
Covid19 Update: মৃতদেহের চাপে বন্ধ হয়ে গেল শিবপুর শ্মশানের একমাত্র চুল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2021 08:39 PM (IST)
যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জানানো হয়েছে হাওড়া পুরসভার তরফে।
শিবপুর শ্মশানে বিভ্রাট