মুম্বই: এক সময় রবি শাস্ত্রীর পরিবর্তে তাঁকে জাতীয় সিনিয়র দলের কোচ করার দাবি উঠেছিল প্রবলভাবে। কিন্তু শোনা যায়, তিনি নিজে রাজি হননি সিনিয়র দলের দায়িত্ব নিতে। বরং বেশি উৎসাহী ছিলেন তৃণমূল স্তরে কাজ করতে। ভারতীয় এ দল, অনূর্ধ্ব ১৯ দলকে কোচিং করিয়েছেন। এখন তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। কিংবদন্তি সেই রাহুল দ্রাবিড় এবার ভারতের সিনিয়র দলের কোচ হতে চলেছেন বলে সূত্রের খবর। তবে আপাতত শুধু শ্রীলঙ্কা সফরে তিনি ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন।


ভারতীয় দল যখন শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে, তখনই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে থাকবেন বিরাট কোহলিরা। তারপর ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তাই দ্বিতীয় সারির দল পাঠানো হবে শ্রীলঙ্কায়। সেই দলেরই দায়িত্ব নিতে পারেন দ্রাবিড়। 'দ্য ওয়াল'-কেই ভারতীয় দলের দায়িত্ব দিতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়দের বোর্ড। এর আগেও টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন দ্রাবিড়। ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড ট্যুরের সময় টিম ইন্ডিয়ার ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন তিনি। আবার প্রায় ৭ বছর পরে টিম ইন্ডিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছেন দ্রাবিড়।


বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে জানান, যেহেতু ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে ব্যস্ত থাকবেন, তাই এনসিএ-র প্রধান দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব সামলাবেন। বিসিসিআই-এর ওই কর্তা বলেছেন, ‘টিম ইন্ডিয়ার কোচিং স্টাফেরা ইংল্যান্ডে থাকবেন এবং শ্রীলঙ্কায় তরুণ দলকে পথ দেখাবেন দ্রাবিড়। ইন্ডিয়া ‘এ’ দলের কোচ হিসাবে বহু তরুণ ক্রিকেটারের সঙ্গে আগেই কাজ করেছিলেন দ্রাবিড়। তরুণ ক্রিকেটাররা ওঁর সঙ্গে সহজেই মিশতে পারবে, সমস্যা ভাগ করে নিতে পারবে।’


দু'বছর আগে এনসিএ-র দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগে দ্রাবিড় ভারতের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। তিনি ভারতীয় ‘অনুর্ধ ১৯’ দল ও ইন্ডিয়া ‘এ’ দলের সঙ্গে যুক্ত থাকার সময় এই তরুণ ক্রিকেটারদের সঙ্গে বহুদিন কাজ করেছিলেন। শ্রীলঙ্কায় সম্ভবত একেবারে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ে পাঠাবে বিসিসিআই। সেই কারণেই দ্রাবিড়কে কোচ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এখন শুধু সরকারি ঘোষণার অপেক্ষা।