মুম্বই : কড়া লকডাউ নয়। করোনা মোকাবিলায় বিধিনিষেধ বজায় রাখল মহারাষ্ট্র সরকার। আরও ১৫দিন বিধিনিষেধ জারি থাকবে বলে রবিবার জানিয়েছেন মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।  


তিনি বলেন, আজও আমাদের রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি। উৎসবের মরশুমের পর করোনা প্রথম ঢেউয়ের সময় যেমন শিকড়ে ছিল, এখনকার পরিস্থিতি তার তুল্য। যদিও প্রথম ঢেউয়ের তুলনায় এবার মৃত্যুর হার কম। আমরা বিধিনিষেধ জারি রাখছি, কোনও কড়া লকডাউন হচ্ছে না।


প্রয়োজনীয় সমস্ত দোকান খোলা থাকবে। এর আগে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুমতি ছিল। এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সেঅর্থে প্রয়োজনীয় নয় এমন সামগ্রীর যেসব দোকান রয়েছে, সেক্ষেত্রে স্থানীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে যদি খোলার অনুমতি দেওয়া হয়, তাদেরও ২টো পর্যন্তই খুলে রাখা যাবে। 


করোনার তৃতীয় ঢেউ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যে যদি তৃতীয় ঢেউ আসে, তাহলে মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। তৃতীয় ঢেউ শিশুদের আক্রান্ত করতে পারে। কিন্তু, চিন্তার কিছু নেই। কারণ, বিশেষজ্ঞরা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। কিন্তু তাতেও যদি সংক্রমিত হয় শিশুরা, সেক্ষেত্রে আমাদের যত্ন নিতে হবে।


তিনি আরও বলেন, মহারাষ্ট্রে কয়েকটি জেলা রয়েছে যেখানে সংক্রমণ বাড়ছে। মূলত গ্রামীণ এলাকায়। এটা আমাদের থামাতে হবে। করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা রয়েছে। এটা আমাদের জীবন-যাপনের উপর নির্ভর করছে। ভাইরাসের মধ্যে পার্থক্য আছে। এখানে মিউটেশন হয়েছে। এটা দ্রুত ছড়ায়।


প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রে নতুন করে ১৮ হাজার ৬০০ জন করোনায় সংক্রমিত হন। এনিয়ে সেখানে মোট সংক্রমিত ৫৭ লক্ষ ৩১ হাজার ৮১৫। রাজ্যে সুস্থতার হার ৯৩.৫৫ শতাংশ। শনিবার সংক্রমিত হয়েছিলেন ২০ হাজার ২৯৫ জন। মৃত্যু হয়েছিল ৪৪৩ জনের। এছাড়া রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস তথা মুকোরমাইকোসিসে আক্রান্ত প্রায় ৩ হাজার জন।