দিল্লি : 'খেলা' জয়ের আভাস অনেকটাই পেতে শুরু করেছে তৃণমূল। নেত্রীর মুখের হাসি কার্যত চওড়া হচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের মুখে হতাশার ছবি ফুটে উঠেছে ইতিমধ্যেই। কিন্তু, কৌতূহল বরাবরের মতো আজও মোদিকে নিয়ে। রাজ্যে দল আশানুরূপ দিকে না এগনোয় তাঁর প্রতিক্রিয়া নিয়ে রাজ্যবাসীর মনে আগ্রহ রয়েছে। এবিষয়ে নিশ্চয়ই তিনি প্রতিক্রিয়া দেবেন পরবর্তী সময়ে। কিন্তু, কিছু আগেই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন এবং ওষুধ সামগ্রীর জোগান নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি হিউম্যান রিসোর্সের বিষয়টি খতিয়ে দেখেন। 


স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে নতুন করে ৩ লক্ষ ৯২ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত। এনিয়ে মোট আক্রান্তের সংখ্য়া দাঁড়াল ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৪। দেশে মোট মৃত ২ লক্ষ ১৫ হাজার ৫৪২। 


এদিকে করোনা মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে সব রাজ্য। বিভিন্ন রকম বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। কোনও কোনও রাজ্য ইতিমধ্যেই লকডাউনের পথে হেঁটেছে। তবে, মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অক্সিজেনের ঘাটতি। দেশজুড়ে অক্সিজেনের তীব্র চাহিদা দেখা দিয়েছে। ঘাটতি মেটানোর জন্য কেন্দ্রের তরফেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আজ সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের কাছে অক্সিজেন ও ওষুধ সামগ্রী কী পরিমাণে রয়েছে তার খবর নেন।