নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এবার বড়সড় পদক্ষেপ নিল রাজস্থান সরকার। ২২ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করার কথা ঘোষণা করল।
রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, ১৪৪ ধারা লংঘন করলে সংশ্লিষ্ট বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কী কী বন্ধ বা চালু থাকবে এই সময়ে?
১. জরুরী পরিষেবা সঙ্গে সম্পর্কযুক্ত এমন দোকান বা অফিস খোলা থাকবে।
২. সন্ধে ৭টা পর্যন্ত সবজি ও ফলের বাজার খোলা থাকবে।
৩. এই সময় অন্য রাজ্য বা দেশ থেকে রাজস্থানে ঢুকতে গেলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
৪. ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত সংবাদপত্র বিলি করা যাবে।
৫. এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন খোলা থাকবে।
৬. ছাড় দেওয়া হয়েছে সংবাদমাধ্যমকে।
৭. বাজার, শপিং মল, সিনেমা হল সহ ধর্মীয় স্থান বন্ধ থাকবে।
৮. বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, লাইব্রেরি সহ বন্ধ থাকবে রাজনৈতিক সভা-সমাবেশ।
৯. গর্ভবতী মহিলাদের হাসপাতালে যাওয়া এবং টিকাকরণ এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
১০. বিয়ে সহ সবরকম সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জুন উপস্থিত থাকতে পারবেন।
নির্দেশিকা জারি করে রাজস্থান সরকার জানিয়েছে, সরকারি হাসপাতালে সঙ্গে রাজ্য স্বাস্থ্য দফতরের যোগাযোগ স্থাপনের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। করণা মোকাবিলায় যাতে স্বাস্থ্য দপ্তরের সবরকম সাহায্য বেসরকারি হাসপাতালগুলো পায় তাই এই সিদ্ধান্ত।
রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, নোডাল অফিসারদের ঠিক করতে হবে প্রত্যেক হাসপাতালে মোট পরিকাঠামোর ২৫ শতাংশ করোনা বেড বা ৬০টি করোনা বেড থাকে।
দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২.৯৫ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম দেশে দৈনিক মৃত্যু ২ হাজার ছুঁল। গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের।