নয়াদিল্লি: লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধির জেরে এবার নাইট কার্ফুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। আজ, এই ঘোষণা করেছে রাজ্য সরকার। জানিয়েছে, আগামী ৮ মে পর্যন্ত নাইট কার্ফুর মেয়াদ বাড়ানো হল। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। এর আগে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত নাইট কার্ফুর কথা ঘোষণা করা হয়।


তবে শুধু নাইট কার্ফু ঘোষণাই নয়, একইসঙ্গে সরকার করোনাবিধিও জারি করেছে। যেখানে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে  সরকার।


 রাজ্য সরকার জানিয়েছে,


১. নাইট কার্ফু চলাকালীন বন্ধ থাকবে সিনেমা হল।


২. রাত ৮টার পর বন্ধ রাখা হবে অফিস, দোকান, রেস্টুরেন্ট।


৩. খোলা থাকবে হাসপাতাল, ওষুধ, ল্যাব।


৪. এছাড়াও জরুরি পরিষেলার মধ্যে পড়ে এমন ক্ষেত্র যেমন সংবাদমাধ্যম, ই-কমার্স, পেট্রোল পাম্প খোলা থাকবে।


৫. রাত ৯টার পর বাইরে বেরোতে পারবেন না কেউ।


৬. সরকারি আধিকারিক সহ চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্তদের ছাড় দেওয়া হয়েছে।


৭. যাঁরা বিমান, ট্রেন বা বাসে সওয়ার করবেন তাঁদের বৈধ টিকিট থাকতে হবে।


৮. আন্তরাজ্য পরিবহনে কোনও বাধা নেই। কোনও ব্যক্তির যাতায়াত বা পণ্য পরিবহনেও নিষেধাজ্ঞা নেই। কোনও পাসও লাগবে না এক্ষেত্রে।


৯. নাইট কার্ফুর সময় বাদ দিয়ে চলবে বাস এবং অটো।


এদিকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩৫ হাজার। মৃত্যু হয়েছে ২ হাজার ২৬১। দেশজুড়ে চলছে কোভিড ঝড় ৷ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা ৷ একদিনে ফের রেকর্ড সংক্রমণ দেশে ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷