করোনা যুদ্ধে সুখবর, নতুন এই ওষুধ অদ্ভুতভাবে সারিয়ে তুলছে গুরুতর অসুস্থ রোগীদের, দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2020 10:55 AM (IST)
ওষুধটি যুগ্মভাবে তৈরি করেছে নিউরোআরএক্স এবং রিলিফ থেরাপিউটিক্স।
NEXT
PREV
কলকাতা: আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা আরএলএফ-১০০ নামে একটি ওষুধ বার করেছেন, যা ফুসফুসের কাজ বন্ধ হয়ে যাওয়া মুমূর্ষু করোনা রোগীদের আশ্চর্যজনকভাবে সুস্থ করে তুলছে। হিউস্টন হাসপাতাল দাবি করেছে, মাত্র তিন দিন এই ওষুধ পড়লেই ভেন্টিলেটরে থাকা রোগীরাও দ্রুত সেরে উঠছেন। ওষুধটি যুগ্মভাবে তৈরি করেছে নিউরোআরএক্স এবং রিলিফ থেরাপিউটিক্স।
আরএলএফ-১০০-এর পরিচিত নাম আভিপ্টাডিল। এর কার্যকারিতা দেখে মার্কিন এফডিএ জরুরি ভিত্তিতে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের ওপর এটি প্রয়োগের অনুমতি দিয়েছে। মধ্যবয়স্ক যে রোগীর দুটি ফুসফুসই প্রতিস্থাপন প্রয়োজন অথচ মারাত্মক করোনা সংক্রমণের ফলে প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, তিনিও নাকি এই ওষুধ প্রয়োগে সেরে উঠেছেন মাত্র ৪ দিনে। ১৫ জনের বেশি রোগীর ওপর অলৌকিক কাজ করেছে এই আভিপ্টাডিল। প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, এতে নিউমোনাইটিস সারছে, রক্তে বাড়ছে অক্সিজেন, করোনা সংক্রান্ত প্রদাহও ৫০ শতাংশের বেশি কমে যাচ্ছে। স্বাধীন তদন্তেও দেখা গিয়েছে, এই ওষুধ মানুষের ফুসফুস ও মোনোসাইটসে করোনা কোষের একের পর এক জন্ম নেওয়া রুখে দিতে পারছে। এর প্রস্তুতকর্তা ও নিউরোআরএক্স চেয়ারম্যান এবং সিইও জোনাথন জাভিট দাবি করেছেন, আর কোনও অ্যান্টিবায়োটিকের মধ্যে সংক্রমণ রোখার এমন বিপুল ক্ষমতার তাঁরা হদিশ পাননি।
এই মুহূর্তে অপেক্ষাকৃত কম অসুস্থ করোনা রোগীদের ওপর এই ওষুধের পরীক্ষা চলছে বলে জাভিট জানিয়েছেন।
কলকাতা: আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা আরএলএফ-১০০ নামে একটি ওষুধ বার করেছেন, যা ফুসফুসের কাজ বন্ধ হয়ে যাওয়া মুমূর্ষু করোনা রোগীদের আশ্চর্যজনকভাবে সুস্থ করে তুলছে। হিউস্টন হাসপাতাল দাবি করেছে, মাত্র তিন দিন এই ওষুধ পড়লেই ভেন্টিলেটরে থাকা রোগীরাও দ্রুত সেরে উঠছেন। ওষুধটি যুগ্মভাবে তৈরি করেছে নিউরোআরএক্স এবং রিলিফ থেরাপিউটিক্স।
আরএলএফ-১০০-এর পরিচিত নাম আভিপ্টাডিল। এর কার্যকারিতা দেখে মার্কিন এফডিএ জরুরি ভিত্তিতে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের ওপর এটি প্রয়োগের অনুমতি দিয়েছে। মধ্যবয়স্ক যে রোগীর দুটি ফুসফুসই প্রতিস্থাপন প্রয়োজন অথচ মারাত্মক করোনা সংক্রমণের ফলে প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, তিনিও নাকি এই ওষুধ প্রয়োগে সেরে উঠেছেন মাত্র ৪ দিনে। ১৫ জনের বেশি রোগীর ওপর অলৌকিক কাজ করেছে এই আভিপ্টাডিল। প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, এতে নিউমোনাইটিস সারছে, রক্তে বাড়ছে অক্সিজেন, করোনা সংক্রান্ত প্রদাহও ৫০ শতাংশের বেশি কমে যাচ্ছে। স্বাধীন তদন্তেও দেখা গিয়েছে, এই ওষুধ মানুষের ফুসফুস ও মোনোসাইটসে করোনা কোষের একের পর এক জন্ম নেওয়া রুখে দিতে পারছে। এর প্রস্তুতকর্তা ও নিউরোআরএক্স চেয়ারম্যান এবং সিইও জোনাথন জাভিট দাবি করেছেন, আর কোনও অ্যান্টিবায়োটিকের মধ্যে সংক্রমণ রোখার এমন বিপুল ক্ষমতার তাঁরা হদিশ পাননি।
এই মুহূর্তে অপেক্ষাকৃত কম অসুস্থ করোনা রোগীদের ওপর এই ওষুধের পরীক্ষা চলছে বলে জাভিট জানিয়েছেন।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -