নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস পজিটিভ আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। এবার অর্জুন রাম মেঘওয়ালের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে খবর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীকে নয়াদিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। এই নিয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার চারজন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হলেন। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর আজ দুপুরে জানা যায়, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরিও করোনায় আক্রান্ত হয়ে যোধপুরের এক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
অমিত শাহের চিকিত্সা চলছে হরিয়ানার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে। ধর্মেন্দ্র প্রধান ভর্তি আছেন রাজধানীর এক বেসরকারি হাসপাতালে।
গত মাসে মেঘওয়াল সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন ভাবিজি পাঁপড় নামে বিশেষ এক ধরনের পাপড় খেলে করোনাভাইরাস সেরে যায়, এমন বিস্ময়কর দাবি করে। তিনি বলেছিলেন, ওই পাঁপড় খেলে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে যা প্রাণঘাতী ভাইরাসকে ঠেকিয়ে দিতে পারে। তাঁকে ওই পাঁপড়ের গুণ, ক্ষমতা প্রচার করে একটি ভিডিও রেকর্ডিং করতেও দেখা যায়। তাঁর হাতে ধরা ছিল ওই ব্র্যান্ডের পাঁপড়। তিনি বলেছিলেন, আত্মনির্ভর ভারত কর্মসূচি মেনেই এই ভাবিজি পাঁপড় এসেছে, যার মধ্যে এমন ক্ষমতা আছে যা করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম অ্যান্টিবডি তৈরি করতে পারে।
মেঘওয়াল ওই পাঁপড় তৈরি করা কোম্পানির সাফল্যও প্রার্থনা করেন। যদিও তাঁর দাবির সমর্থনে কোনও বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।