নয়াদিল্লি : করোনা কেড়ে নিয়েছে প্রায় ২ হাজার রেলকর্মীকে। আর এই মুহূর্তে দেশে প্রায় রোজ মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রায় হাজার জন রেলকর্মী। এমনই ভয়াবহ তথ্য সামনে তুলে ধরল রেল। এক সাংবাদিক সম্মেলনে রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা যে তথ্য জানান।


দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছেন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। গতবার প্রথমবারের করোনা ধাক্কার সময় লকডাউনের জেরে স্তব্ধ হয়েছিল একাধিক যাত্রীবাহী রেলের চাকা। এবারে লকডাউন না হলেও প্রভাব পড়েছে একাধিক রেলের যাত্রাপথে। আর যার অন্যতম বড় কারণ রেলকর্মীদেরও কোভিডের ধাক্কা।


শুধু ভারতেই নয় গোটা বিশ্বে ভারতীয় রেল পরিচিত কর্মীসংখ্যার ভিত্তিতে অন্যতম সর্ববৃহৎ সংস্থা হিসেবেই। প্রায় ১৩ লক্ষ কর্মী কাজ করেন ভারতীয় রেলে। যাদের ওপর করোনার ধাক্কা কতটা প্রবলভাবে পড়েছে সেটাই সাংবাদিক সম্মেলনে সামনে তুলে ধরেন রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা।


সুনীত শর্মা জানান, গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রের মতোই রেলেও কোভিডের ধাক্কা প্রবলভাবে পড়েছে। আমাদের সংস্থা যেহেতু যাত্রী পরিবহগনের সঙ্গে যুক্ত তাই সর্বক্ষণ একাধিক লোকের সান্নিধ্যে আসতেই হয়। আর তার জেরে বর্তমানে রোজ প্রায় হাজার জন রেলকর্মী করোনা সংক্রমিত হচ্ছেন। আমাদের নিজস্ব হাসপাতাল, অক্সিজেন প্লান্ট রয়েছে, যার সাহায্যে কর্মীদের যথাসম্ভব ভালো চিকিৎসা সুনিশ্চিত করার চেষ্টা করছি আমরা।


রেলবোর্ডের চেয়ারম্যানের সংযোজন, এই মুহূর্তে রেলের বিভিন্ন হাসপাতালের প্রায় ৪ হাজার বেডে কর্মীরা ও তাদের পরিবারের লোকজনের কোভিডের চিকিৎসা চলছে। আসা রাখি সবাই দ্রুত সেরে উঠবেন। পাশাপাশি জানিয়ে রাখি, গত মার্চে করোনার করাল প্রভাব শুরুর পর থেকে আমরা ১ হাজার ৯৫২ জন রেলকর্মীকে কোভিডের জন্য হারিয়েছি। পাশাপাশি প্রায় ৬৫ হাজার রেলকর্মী করোনাকে জয় করেছেন বলেও জানান তিনি।


পাশাপাশি গোটা দেশে চলতে থাকা অক্সিজেন সংকট কাটাতে অক্সিজেন এক্সপ্রেসের দ্রুত ও বিঘ্নহীন যাত্রাপথ নিশ্চিত করার লক্ষ্যে তারা যথাসাধ্য লড়াই করে চলেছেন বলেও জানানো হয়েছে রেলের তরফে।