কলকাতা: দেশে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই হাজার হাজার মানুষ সংক্রমণের শিকার হচ্ছেন। হাসপাতালগুলি আক্রান্তদের ভিড়। হাসপাতালে হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধের অভাবের মতো অভিযোগ উঠে আসছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য পরিকাঠামোয় পড়েছে বিপুল চাপ। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন। কোথাও কোথাও আবার লকডাউন ঘোষণা না করলেও এর ধাঁচেই জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। যানবাহন চলাচলে জারি হয়েছে নিয়ন্ত্রণ। অনেকে আবার অত্যন্ত প্রয়োজন না থাকলে এড়িয়ে যাচ্ছেন দূরের যাত্রা। ফলে এখন যে স্পেশ্যাল ট্রেনগুলি চলছে, সেখানে যাত্রীর অভাবও দেখা দিচ্ছে। এরইমধ্যে কোভিড আবহে যাত্রী কম থাকার কারনে বাতিল করা হল বেশ কিছু স্পেশাল ট্রেন। বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশই উত্তরবঙ্গের।
তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি, শিয়ালদা-পুরী স্পেশাল।বাতিল করা হয়েছে কলকাতা-হলদিবাড়ি স্পেশাল ট্রেন। বাতিল কলকাতা শীলঘাট স্পেশাল ও হাওড়া-বালুরঘাট স্পেশাল।এর আগেও যাত্রী কম হওয়ায় ট্রেন বাতিল করে পূর্ব রেল।
চলতি মাসের গোড়ায় পূর্ব রেলওয়ে হাওড়া, রাঁচি, ধানবাদ, কলকাতা ও অন্যান্য রুটে চলাচল করা ১৬ টি ট্রেন বাতিল করেছিল।
বাতিল স্পেশ্যাল ট্রেনগুলির তালিকা
০২৩৪৩-শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২৩৪৪-নিউজলপাইগুড়ি-শিয়ালদা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২১ মে থেকে
০২২০১-শিয়ালদা-পুরী স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ১৯ মে থেকে
০২২০২-পুরী-শিয়ালদা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২২৬১-কলকাতা-হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২২৬২-হলদিবাড়ি-কলকাতা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২১ মে থেকে
০৩১৮১-কলকাতা-শীলঘাট স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ২৪ মে থেকে
০৩১৮২-শীলঘাট-কলকাতা স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ২৫ মে থেকে
০৩০৬৩-হাওড়া-বালুরঘাট স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ১৯ মে থেকে
০৩০৬৪-বালুরঘাট-হাওড়া স্পেশ্যাল ট্রেন, স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ১৯ মে থেকেূ
উল্লেখ্য, করোনা অতিমারী নিয়ন্ত্রণে গত বছর দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীবাহী ট্রেন। পরে লকডাউনের মধ্যে স্পেশ্যাল ট্রেন চলেছিল। পশ্চিমবঙ্গে বর্তমানে কার্যত লকডাউন চলছে। বন্ধ লোকাল ট্রেন সহ বাস, মেট্রো, ফেরি পরিষেবা। ৩০ মে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।