নিউ দিল্লি : দেশের করোনা গ্রাফ নিম্নমুখী। এই পরিস্থিতিতে আজ এক বৈঠকে প্রধানমন্ত্রী সতর্কবার্ত দিলেন। বললেন, "যেহেতু সংক্রমণ কমছে, আমাদেরও আরও সতর্ক থাকতে হবে।" পাশাপাশি স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন এবং করোনা পরীক্ষার উপর জোর দিতে বলেন তিনি। করোনা মোকাবিলায় নিযুক্ত বিভিন্ন রাজ্য ও জেলার আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ফিল্ড অফিসারদের "ফিল্ড কমান্ডার" বলে সম্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, "করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এককথায়, আপনারা এই লড়াইয়ের ফিল্ড কমান্ডার। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের অস্ত্র কী ? আমাদের অস্ত্র হচ্ছে- স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন তৈরি করা, করোনা পরীক্ষা আর মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।"
প্রধানমন্ত্রী দেশে সংক্রমণ কমার কথা উল্লেখ করে বলেন, "এই মুহূর্তে কিছু রাজ্যে সংক্রমণ কমছে। আবার কিছু রাজ্যে বাড়ছে। যেহেতু সংক্রমণ কমছে, আমাদের আরও সতর্ক থাকতে হবে। গত এক বছর ধরে যেসব বৈঠক হয়েছে তাতে আমি উল্লেখ করেছি, আমাদের লড়াই প্রত্যেকটা জীবন রক্ষা করার। "
এদিকে দেশের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অভাবে টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এনিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যেও উঠে আসে ভ্যাকসিনের প্রসঙ্গ। তিনি বলেন, "কোভিড ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর জন্য অবিরাম চেষ্টা চালানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি দেখছে স্বাস্থ্য মন্ত্রক।"
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি, প্রত্যেকের জীবনযাপনে যাতে কোনও সমস্যা না আসে সেদিকেও নজর রাখার কথা আধিকারিকদের বলেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "আমাদের সংক্রমণ থামাতে হবে। এর পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। PM Cares-এর মাধ্যমে দ্রুত দেশের বিভিন্ন জেলার হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে। কিছু হাসপাতালে এই প্ল্যান্টের কাজও শুরু হয়ে গিয়েছে।" প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন সংক্রমিত হয়েছেন। তবে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। অতিমারি শুরু পর থেকে এই মৃত্যু একদিনে সর্বোচ্চ।