ওয়াশিংটন : করোনা মোকিবিলায় ইতিমধ্যেই ভারতকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুগল। এবার ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 


একটি টুইটে বাইডেন লিখেছেন, মহামারীর প্রাথমিক অবস্থায় আমাদের হাসপাতালগুলিতে যখন চাপ ছিল তখন ভারত যেভাবে সাহায্য করেছিল, ঠিক সেভাবেই ভারতের প্রয়োজনে আমরা তাদের সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞ। 


ভাইস প্রেসি়ডেন্ট কমলা হ্যারিস টুইটারে লিখেছেন, উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে অতিরিক্ত সাহায্য পাঠাতে ভারত সরকারের সঙ্গে একযোগে কাজ করছে আমেরিকা। সাহায্য পাঠানোর পাশাপাশি ভারতের সাহসী স্বাস্থ্যকর্মী সহ ভারতবাসীর জন্য প্রার্থনাও করছি।  


গতকালই ভারতের করোনা পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে ৪৫ মিনিট কথা বলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি ভারতকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভ্যাকসিনের কাঁচামাল, অক্সিজেন, ভেন্টিলেটর ও পিপিই কিট দিয়ে সাহায্যের আশ্বাস দেন।


ভারতে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টাতেও দেশে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ ভারতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেন আমেরিকায় থাকা বন্ধুরা। বাইডেন প্রশাসনকে সাহায্যের জন্য আবেদন জানান। কিন্তু, এনিয়ে ধীরে পদক্ষেপ নেওয়ায় ঘরের মধ্যেই সমালোচিত হয় বাইডেন সরকার। এরপরই আজ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের টুইট সামনে এল। এদিকে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সহ সচিব ওয়েনডি শেরম্যান জানান, তিনি ভারতের করোনা পরিস্থিতি নিয়ে বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা ও আমেরিকায় ভারতের দূত তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এই কঠিন পরিস্থিতিতে ভারতে আমাদের বন্ধুদের পাশে আছেন আমেরিকাবাসী। আমরা দ্রুত ওষুধ, ভেন্টিলেটর, পিপিই, ভ্যাকসিনের কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী পাঠাচ্ছি।  



এদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি টনি ব্লিঙ্কেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন তরণজিৎ সিং সান্ধু। টুইটারে তিনি লিখেছেন, সাহায্যের জন্য ধন্যবাদ সুলিভান। আমরা যৌথ উদ্যোগে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করব।