নয়াদিল্লি : দেশের কোভিড পরিস্থিতির জন্য এবার সরাসরি মোদি সরকারকে বিঁধলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান বাম নেতার দাবি, করোনার সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে না কেন্দ্রীয় সরকার। করোনাকালে বিপুল অর্থ ব্যায় করে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট করা হচ্ছে।
কংগ্রেসের পর এবার সিপিআইএম। দেশের কোভিড পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে বিঁধে ইয়েচুরি লিখেছেন, ''আপনারা দেশবাসীকে অক্সিজেন দিতে পারছেন না। ভ্যাকসিন দিতে পারছেন না। ওষুধ ও হাসপাতালের বেড জোগাতে পারছেন না। এই সময় মানুষের সাহায্যের প্রয়োজন। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য সেই কাজও করতে পারছে না।আপনারা কেবল বিভ্রান্তি ছড়াচ্ছেন। অজুহাত দিয়ে মিথ্যে বলে চলেছেন। আপনারা যদি সরকার চালাতে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন।''
এখানেই থেমে থাকেনি বাম নেতার বাক্যবাণ। ট্যুইটে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন ইয়েচুরি। তিনি বলেন, ''এই প্রোজেক্ট বন্ধ করে দেশবাসীকে অক্সিজেন ও বিনামূল্যে ভ্যাকসিন দিন। মানুষের যখন শ্বাস নিতে গিয়ে মৃত্যু হচ্ছে, তখনও নিজের দম্ভ আঁকড়ে পড়ে রয়েছেন মোদি।''
সিপিআইএম নেতার মতে, এই সময় বাধাহীন অক্সিজেন সরবরাহের পাশাপাশি সবার জন্য ভ্যাকসিন দেওয়া উচিত সরকারের। সেই কাজ না করে ৩০০ আধিকারিককে ডেকে পাঠিয়েছে মোদি সরকার। এদেরকে মোদি সরকারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। যা লজ্জার বিষয়।
দেশের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,১২,২৬২ জন। একদিনে সংক্রমণে মারা গেছে ৩৯৮০ জন। যা একদিনে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবথেকে বেশি। এখনও পর্যন্ত দেশে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২,১০,৭৭,৪১০জন। যা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশে বিভিন্ন রাজ্যে বেড়েছে কোভিড গ্রাফ। পাল্লা দিয়ে বেড়েছে অক্সিজেনের চাহিদা। রাজধানী দিল্লিতে বহু হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।যা নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছে বিরোধীরা।