কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮,৪৩১ জন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৩৫,০৬৬। বর্তমানে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২২,৭৭৪। নতুন করে মৃত্যু হয়েছে ১১৭ জনের। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১,৯৬৪। হাসপাতাল বা সেফ হোম থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৮,০০,৩২৮ জনকে। আজকের হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে ১৭,৪১২ জনকে।


গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৮৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯২২। মৃত্যু হয়েছে ৩৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। মৃত্যু হয়েছে চারজনের। হুগলিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯০৬ জন। মৃত্যু হয়েছে চারজনের।


রাজ্যে আজ নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে ৬০,১০৫ জনের। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১,০৭,৭৭,৭১৮ জনের। প্রতি ১০ লক্ষ নাগরিকের মধ্যে ১,১৯,৭৫২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখন হোম কোয়ারেন্টিনে আছেন ৫৮,৩৭৫ জন।


রাজ্যে মোট ১৭৬টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। এর মধ্যে ১৪১টি সরকারি হাসপাতাল এবং ৩৫টি বেসরকারি হাসপাতাল। মোট কোভিড-১৯ শয্যার সংখ্যা ১৬,৯৩৯। কোভিড হাসপাতালগুলিতে আইসিইউ বা এইচডিইউ শয্যার সংখ্যা ১,৮৩৮। কোভিড হাসপাতালগুলিতে ভেন্টিলেটরের সংখ্যা ১,২৮৩। রাজ্যে মোট সেফ হোমের সংখ্যা ২০০। সেফ হোমগুলিতে মোট শয্যার সংখ্যা ১১,৫০৭।  এখন সেফ হোমে আছেন ১,৮০৬ জন করোনা আক্রান্ত।


করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজ্য সরকার কড়া বিধিনিষেধ জারি করেছে। আজ থেকে বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। সরকারি বাস ও মেট্রো অর্ধেক করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ জন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।