কলকাতা: রাজ্যে করোনায় মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ১১৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭৬, একদিনে মৃত্যু ৭ জনের

দেশের সঙ্গেই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা।রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ১১৫জন করোনায় আক্রান্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬০জনের।কোমরবিডিটির জেরে মৃত্যু হয়েছে ৭২ জনের।অর্থাৎ‍ বাংলায় মোট করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ২৩২ জনের।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ হাজার ৫৭৬।এখনও অবধি সুস্থ হয়েছেন ৮৯২জন।
এখনও অবধি রাজ্যে ৭৭ হাজার ২৮৮ জনের করোনা পরীক্ষা হয়েছে।
বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ৩৪ হাজার ৯৫২।সংক্রমণ ও মৃতের শীর্ষে আমেরিকা।