মুম্বই: করোনাভাইরাস যেমন গোটা দেশে ছড়িয়ে পড়েছে, তেমনই এই রোগের সঙ্গে লড়াইয়ে ব্যবহার করে ফেলে দেওয়া মেডিক্যাল আবর্জনাও বেড়ে চলেছে ক্রমেই। বাতিল ফেস-মাস্ক, পিপিই কিট পড়ে থাকতে দেখা যাচ্ছে নানা জায়গায়। সম্প্রতি মুম্বইয়ে সমুদ্র সৈকতে ডাঁই হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে মাস্ক। পরিবেশ সচেতনতায় যুক্ত কর্মীরা এতদিন সিঙ্গল ব্যবহারের প্লাস্টিকের জঞ্জাল নিয়ে চিন্তিত ছিলেন। এবার নতুন সমস্যা মাস্ক, কিট ইত্যাদি। মুম্বইয়ে সমুদ্রতট পরিচ্ছন্নতায় যুক্ত এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন,আমরা সরকারের কাছে বার বার এটা নিয়ে কথা বলছি। কিন্তু কেমন করে এ জঞ্জাল সাফ করা হবে তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা করে ওঠা যায়নি। মহামারী-র পাশাপাশি এই আবর্জনা কিন্তু নতুন বিপদের দিকে সকলকে নিয়ে যেতে পারে বলে আমাদের আশঙ্কা।
সমস্যাটা বেশ অন্য ভাবে দানা বাঁধছে বলে জানা যাচ্ছে। দেশের কোনও শহরেই তেমন ভাবে মেডিকেল ওয়েস্ট আলাদা করে জমা করে তা নষ্ট করে ফেলার পরিকাঠামো গড়ে তোলা হয়নি। কিন্তু মহামারীর পর থেকে মাস্ক, কিটের মতো জঞ্জাল ক্রমাগত জমছেই । আর মানুষ সেসব জিনিস বাড়ির সাধারণ জঞ্জালের সঙ্গেই ফেলে দিয়েছেন। ফলে মাস্ক আলাদা করে কোথাও জমা হতে পারেনি। মূল জঞ্জালের সঙ্গেই তার ঠাঁই হয়েছে। মুম্বইয়ের সমুদ্রতটে যেভাবে মাস্ক জমা হতে দেখা গিয়েছে তা রীতিমতো উদ্বেগের বলে মনে করছেন অনেকেই। পরিবেশ দূষণ তো বটেই, আলাদা করে এর থেকে সংক্রমণ ঘটতে বা ছড়াতে পারে কিনা, সে চিন্তাও দানা বাঁধতে শুরু করেছে।
মুম্বই সৈকতে ডাঁই করা ব্যবহার করা ফেস-মাস্কের জঞ্জাল,চিন্তায় পরিবেশবিদরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 08:09 PM (IST)
দেশের কোনও শহরেই তেমন ভাবে মেডিকেল ওয়েস্ট আলাদা করে জমা করে তা নষ্ট করে ফেলার পরিকাঠামো গড়ে তোলা হয়নি। কিন্তু মহামারীর পর থেকে মাস্ক, কিটের মতো জঞ্জাল ক্রমাগত জমছেই ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -