নয়াদিল্লি: দেশের রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে অশান্তি, হিংসা ছড়ানোর পরিপ্রেক্ষিতে বিজেপিকে নিশানা অরবিন্দ কেজরিবালের। দিল্লির বাসিন্দাদের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টি (আপ) আহ্বায়ক সাংবাদিকদের সামনে বলেন, সারা দেশ জানে কারা দাঙ্গা করতে পারে। দিল্লিতে বিজেপি বিরোধী শিবিরে। বিরোধী দলটি আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় দিল্লিতে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন কেজরিবাল। বলেন, আপ দিল্লিতে বড় জয় পেতে চলেছে, আর এতেই ভয় পেয়ে গিয়েছে ‘বিরোধীরা’।




দিল্লিবাসীকে শান্তি বহাল রাখার আবেদন করে তিনি ট্যুইট করেন, দিল্লির সব মানুষকে বলছি, শান্তি বজায় রাখুন। কোনও ধরনের হিংসাই সভ্য সমাজে বরদাস্ত করা হয় না। হিংসার মাধ্যমে কিছুই পাওয়া যায় না। আপনার মতামত প্রকাশ করুন শান্তিপূর্ণ উপায়ে।
সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে গত দুদিনে দিল্লি ব্যাপক হিংসার সাক্ষী থেকেছে। গতকাল নতুন আইন বাতিলের দাবিতে জনতার প্রতিবাদ, বিক্ষোভের সময় হিংসা, অশান্তির পর আজ উত্তর দিল্লির সিলামপুর, জাফরাবাদে ফ্ল্যাগ মার্চ করে পুলিশ, আধাসামরিক বাহিনী। হিংসায় যুক্ত সন্দেহে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মারমুখী জনতা সিলামপুরে বিক্ষোভ চলাকালে একাধিক মোটর বাইকে আগুন ধরায় পুলিশকে নিশানা করে ইট-পাথর ছোড়ে, বাস ভাঙচুর করে। একটি পুলিশ ফাঁড়িতেও চড়াও হয় তারা।