কলকাতা: তেমন তেমন কিপটেরা নাকি ফ্রিতে বিষ পেলেও ছাড়ে না। আর এতো ফ্রি ওয়াইফাই, তাও ১৮ বছরের জন্য। অফার লুফে নিয়েছেন এই দম্পতি, শুধু সে জন্য তাঁদের সদ্যজাত কন্যার নাম রাখতে হয়েছে ইন্টারনেট প্রোভাইডারের নামে।
জানা গিয়েছে, শিশুটির বাবা এক ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে টুইফাই নামে এক স্টার্ট আপ কোম্পানির খোঁজ পান। তাদের অফার, যদি কেউ নিজের শিশুকন্যার নাম তাদের কোম্পানির নামে টুইফিয়া রাখে বা ছেলে হলে নাম টুইফাস রাখে, তবে তাঁর জন্য ১৮ বছরের জন্য ইন্টারনেট ফ্রি। ৩৫ বছরের ওই বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান, মেয়ের মাঝের নাম টুইফিয়া রেখে দেন তিনি। মেয়ের মায়ের নাকি প্রথমে একটু আপত্তি ছিল, পরে রাজি হয়ে যান তিনিও।
ওয়াইফাই খাতে বাঁচানো টাকায় মেয়ের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দেবেন বলে তাঁরা জানিয়েছেন। বড় হলে সেই টাকায় সে গাড়ি কিনবে বলে তাঁদের আশা।
যদিও মেয়ের মাঝের নাম টুইফিয়া রেখেও বাবা মা খুব একটা স্বস্তিতে নেই। নিজেদের নাম প্রকাশ করতে তাঁরা রাজি নন, কারণ মেয়ের নাম বিক্রির অভিযোগ তাঁদের কষ্ট দিচ্ছে। একই সঙ্গে কিছুটা লজ্জিতও।
টুইফাই অবশ্য জানিয়েছে, কোম্পানি যদি লাটেও ওঠে,তা হলেও আগামী ১৮ বছর ওই দম্পতির ইন্টারনেটের খরচ দেবে তারা। এটা তাদের কাছে সম্মানের বিষয়, নতুন বাবা মায়েদের জন্য এই অফার এখনও রয়েছে বলে তারা জানিয়েছে।
১৮ বছর দেবে ফ্রি ওয়াইফাই, ইন্টারনেট প্রোভাইডারের নামে মেয়ের নামই রেখে ফেললেন এই দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2020 11:52 AM (IST)
টুইফাই অবশ্য জানিয়েছে, কোম্পানি যদি লাটেও ওঠে,তা হলেও আগামী ১৮ বছর ওই দম্পতির ইন্টারনেটের খরচ দেবে তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -