মোহে: ঘুম থেকে উঠে থ চিনের মোহে শহরের বাসিন্দারা। এক সঙ্গে আকাশে উঠেছে একটা নয়, তিন তিনটে সূর্য। চোখের ভুল নয়, স্থানীয় সময়সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত টানা তিন ঘণ্টা তাঁরা সাক্ষী হলেন এই বিরল মহাজাগতিক দৃশ্যের।


তুকিয়াং প্রদেশের মোহে শহরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। আসল সূর্যের ডান ও বাঁ পাশে দেখা যাচ্ছে দুটো ঝকঝকে বিন্দু, নাম ফ্যান্টম সানস। দেখুন ভিডিও

এই ঘটনার নাম সান ডগস, একটি দৃষ্টিভ্রম। সিরাস মেঘের হাই অল্টিচ্যুডের বরফের চাঙড়ের মধ্য দিয়ে যখন সূর্যরশ্মি যায় তখন এমন ঘটনা ঘটে। সূর্য যে উচ্চতায় রয়েছে, সেখানেই দেখা যায় ফ্যান্টম সানসকে। পৃথিবীর যে কোনও জায়গায় যে কোনও ঋতুতে এই দৃশ্য দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সময় ধরে এত উজ্জ্বল সান ডগস আর দেখা যায়নি।

এই প্রথম নয়, এর আগেও চিনের আকাশ একাধিক সূর্যের সাক্ষী হয়েছে। ফেব্রুয়ারিতে উত্তর চিনের ইনার মঙ্গোলিয়ার মানুষরা এক সঙ্গে ৫টি সূর্য দেখেন। রাশিয়ার চেলিয়াবিনস্কে ২০১৫ সালে এক সঙ্গে ৩টি সূর্য ওঠে।