নয়াদিল্লি: পি চিদম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি চলাকালে দিল্লি হাইকোর্ট তাঁর স্বাস্থ্যের হাল খতিয়ে দেখার জন্য মেডিকেল বোর্ড গড়তে বলল এইমস-কে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পরীক্ষা করে আগামীকাল অপরাহ্নের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে বোর্ডকে। আইএনএক্স মিডিয়া মামলায় তিহার জেলে আছেন চিদম্বরম। সোমবার তাঁকে স্বল্প সময়ের জন্য এইমসে ভর্তি করা হয়। তিনি পাকস্থলীর অসুখের চিকিত্সার জন্য হায়দরাবাদ যেতে জামিনের আবেদন করেছিলেন।
হায়দারবাদের গ্যাসট্রোএনটেরোলজিস্ট নাগেশ্বর রেড্ডিকেও চিদমম্বরমের জন্য প্রস্তাবিত মেডিকেল বোর্ডে রাখতে বলা হয়েছে যাতে তিনিও প্রবীণ কংগ্রেস নেতার স্বাস্থ্যের অবস্থা নিয়ে মতামত দিতে পারেন।
গতকাল চিদম্বরমের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ১৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে ফেরানোর নির্দেশ দেয় দিল্লির এক আদালত। তিহার জেলে তাঁর জন্য পৃথক সেল, ওয়েস্টার্ন টয়লেট, বাড়ির রান্না করা খাবার, ওষুধপত্রের ব্যবস্থা করতে বলেছেন বিচারপতি।
স্বাস্থ্যের কারণে আইএনএক্স মিডিয়া অবৈধ অর্থ লেনদেন মামলায় অন্তর্বর্তী জামিন চেয়েছেন চিদম্বরম। বলেছেন, তাঁর শরীর-স্বাস্থ্যের অবনতি হচ্ছে, শুদ্ধ পরিবেশ চাই তাঁর।
চিদম্বরমের কৌঁসুলি কপিল সিবাল আজ আদালতে বলেন, ওঁকে এখনকার মতো নির্মল পরিবেশ দেওয়া হোক, এটাই আমার একমাত্র আর্জি। তারপর যদি এইমসের বোর্ড জানায়, তার প্রয়োজন নেই, তখন ওঁকে ফেরত পাঠিয়ে দেবেন।
চিদম্বরমের মূল আবেদনের শুনানি ৪ নভেম্বর। গত ২১ আগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। অভিযোগ, ২০০৭ সালে তিনি যখন কেন্দ্রের ইউপিএ সরকারের অর্থমন্ত্রী, তখন আইএনএক্স মিডিয়া গোষ্ঠীকে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা পাওয়ার ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের ছাড়পত্র মঞ্জুর করায় দুর্নীতি হয়েছিল, যাতে তাঁর ভূমিকা ছিল। ১৬ অক্টোবর এই মামলায় বেআইনি অর্থ লেনদেনের তদন্ত কারী এজেন্সি ইডি তাঁকে তিহার জেল থেকে গ্রেফতার করে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চিদম্বরমের স্বাস্থ্যের অবস্থা খতিয়ে দেখতে এইমস-কে মেডিকেল বোর্ড গড়তে নির্দেশ দিল্লি হাইকোর্টের, রিপোর্ট দিতে হবে কালই
Web Desk, ABP Ananda
Updated at:
31 Oct 2019 07:45 PM (IST)
গতকাল চিদম্বরমের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ১৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে ফেরানোর নির্দেশ দেয় দিল্লির এক আদালত। তিহার জেলে তাঁর জন্য পৃথক সেল, ওয়েস্টার্ন টয়লেট, বাড়ির রান্না করা খাবার, ওষুধপত্রের ব্যবস্থা করতে বলেছেন বিচারপতি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -