কলকাতা: রাজ্য সরকারের নির্দেশে আগামীকাল থেকে সপ্তাহে দু দিন লকডাউন। লকডাউনের তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামীকাল, শনিবার ও আগামী বুধবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি দু ধরনের ব্যাঙ্কই থাকবে বন্ধ। সিদ্ধান্ত রাজ্যস্তরের ব্যাঙ্কার্স কমিটির।


এদিকে, তার আগে বিভিন্ন এলাকায় চলছে সতর্কতামূলক প্রচার। গড়িয়াহাট থানার তরফে এদিন গড়িয়াহাট পুর বাজারে প্রচার চালায় পুলিশ। সচেতনতামূলক প্রচার চালানো হয়। পাশাপাশি, আগামীকাল থেকে রাজ্যে সপ্তাহে দু দিন করে লকডাউন শুরু হওয়া নিয়েও প্রচার করে পুলিশ।


ফুলবাগানের ভিআইপি মার্কেটে প্রচার চালাচ্ছে পুলিশ। আগামীকাল থেকে সপ্তাহে দু দিন লকডাউনের ঘোষণা। সঙ্গে সতর্কতামূলক প্রচার চালায় ফুলবাগান থানার পুলিশ।


চিৎপুর লকগেট বাজারে লকডাউন নিয়ে প্রচার। করোনা আবহে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর, সপ্তাহখানেক আগে খোলে এই বাজার। আজ বাজার কমিটির তরফে সপ্তাহে দু দিন বাজার বন্ধ রাখার ঘোষণা করা হয়। এদিন বাজারে ভিড় হওয়ায়, সতর্ক করে পুলিশ।


বড়তলা থানার তরফে মানিকতলা বাজারে সতর্কতামূলক প্রচারে কড়া হুঁশিয়ারি। আগামীকাল থেকে সপ্তাহে দু দিন লকডাউন। বিধিভঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করল পুলিশ। পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন বড়তলা থানার পুলিশ কর্মীরা।


ব্যারাকপুর পুর এলাকায় আগামীকাল থেকে ৩০ জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। পুরসভার ২৪টি ওয়ার্ডে বন্ধ থাকবে দোকানপাট, বাজার। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। যান চলাচলে নিয়ন্ত্রণ। জেলা প্রশাসন সূত্রে খবর, ব্যারাকপুর পুর এলাকায় শতাধিক বাসিন্দা করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে তিনজনের। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে কড়া পদক্ষেপ প্রশাসনের।


এদিকে, করোনা-রোধে বরানগর পুর এলাকায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু লকডাউন। পুরসভার তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত খোলা থাকবে সবজি-মাছ বাজার সহ সমস্ত দোকান। ওষুধ ও দুধের দোকানে ছাড়। সকাল ১১টার পর বিনা প্রয়োজনে বাইরে বের হলে, বিধিভঙ্গের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে।

বারাসাত পুর এলাকাতেও ৭ দিনের লকডাউন। ২৫-৩১ জুলাই পর্যন্ত বারাসাত পুর এলাকায় লকডাউন। সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত বারাসাত পুর প্রশাসনের। সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত বারাসাত পুরসভার।


আবার, সংক্রমণ রুখতে বর্ধমান শহরে আজ থেকে সাতদিনের লকডাউন চালু। জন্য বন্ধ থাকবে দোকানপাট, বাজার। যান চলাচলও বন্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। জেলা প্রশাসন সূত্রে খবর, গত সাতদিনে বর্ধমান পুর এলাকায় ৪৮ জনের শরীরে মিলেছে সংক্রমণ। তারপরই বর্ধমান পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে। যদিও লকডাউন শুরু হওয়ার পরেও, আজ সকালে তেঁতুলতলা বাজারে ভিড় দেখা যায়। সামাজিক দূরত্ব না মেনেই চলছে কেনাকাটা। মাস্ক ছাড়াই অনেকে ঘুরে বেড়াতে দেখা যায়। শহরের কার্জন গেট এলাকায় বিনা প্রয়োজনে বের হওয়ায়, সতর্ক করা হয় বেশ কয়েকজনকে।


করোনা সংক্রমণের জেরে বীরভূমের ৬টি পৌরসভা এলাকায় লকডাউন। ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন। দুপুর ৩ থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন। জানানো হল বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে।