মুজফফরপুর (বিহার): করোনাভাইরাস ছড়ানোর চক্রান্তের অভিযোগ তুলে বিহারের মুজফফরপুরের আদালতে খোদ চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। ১১ এপ্রিল মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (সিজেএম) এজলাসে অভিযোগটি শুনানির জন্য নথিভুক্ত হয়েছে।
অভিযোগটি দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামে স্থানীয় এক আইনজীবী। তিনি চিনা প্রেসিডেন্ট ছাড়াও কাঠগড়ায় তুলেছেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সুন ওয়েইডংকে। জিনপিং, ওয়েইডং চক্রান্ত করে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন বলে তাঁর দাবি।
চিনের ইউহান থেকে যে করোনাভাইরাসের সূত্রপাত হয়েছিল গত ডিসেম্বরে, গত চার মাসে তার সংক্রমণ ঘটেছে সারা বিশ্বে। ভারত সহ দুনিয়ার শতাধিক দেশে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অতিমারী বলে ঘোষণা করেছে এই মারন ভাইরাসকে। ভারতেও ১৭ বিদেশি সহ শতাধিক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। মারা গিয়েছেন ২জন। তার মধ্যেই চিনা প্রেসিডেন্টকে দায়ী করে আদালতে নালিশ জমা পড়ল।
করোনাভাইরাস চিনা প্রেসিডেন্ট, ভারতে সেদেশের রাষ্ট্রদূতের চক্রান্ত! মুজফফপুরের আদালতে অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 06:56 PM (IST)
অভিযোগটি দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামে স্থানীয় এক আইনজীবী। ১১ এপ্রিল মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (সিজেএম) এজলাসে অভিযোগটি শুনানির জন্য নথিভুক্ত হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -