ঐশী একটি ছবি শেয়ার করেছেন যাতে একটি নতুন বোর্ড লাগানো হয়েছে জেএনইউয়ে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি রাস্তার নাম হয়েছে ভিডি সাভারকর মার্গ। বোর্ডটি লাগানো হয়েছে ক্যাম্পাসে সুবনসির হস্টেলের দিকনির্দেশ করা একটি সাইনবোর্ডের পাশে।
গত বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রবল শোরগোল হয়েছিল সাভারকরের আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে। গত আগস্টে ছিল সেখানকার ছাত্র সংসদ নির্বাচনের ভোট। তার প্রাক্কালে বিদায়ী ছাত্র সংসদের সভাপতি শক্তি সিংহ বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে কলা বিভাগের গেটের বাইরে বিনা অনুমতিতেই সাভারকর, সুভাষ চন্দ্র বসু, ভগত্ সিংহের মূর্তি বসান। কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই সাভারকরের মূর্তিতে কালি লাগায়। মূর্তি বসানোর নিন্দা করে আরও বেশ কিছু ছাত্র সংগঠন।