বেঙ্গালুরু: ভেঙ্কটেশ পাতিল। কর্ণাটকের বেলগাভিতে তাঁকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। করোনা-কালে তিনি দরিদ্র মানুষের সাহায্যর্থে হাত বাড়িয়ে দিয়েছেন বারবার।


করোনা আক্রান্ত যে সব গরিব মানুষ টাকার অভাবে অক্সিজেনের বন্দোবস্ত করতে পারেন না, তাঁদের হয়ে অক্সিজেনের ব্যবস্থা করে দেন ভেঙ্কটেশ।


ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে দেশ। শ্বাসকষ্টজনিত অসুবিধার ফলে করোনা আক্রান্তের কাছে অক্সিজেন খুব প্রয়োজনীয় একটি জিনিস।


কিন্তু অর্থাভাবে বহু মানুষই সেই অক্সিজেনের বন্দোবস্তটুকু করে উঠতে পারেন না। ফলে বাঁচার আশা থাকলেও অক্সিজেনের খরচ জোটাতে না পারায় মারাও যান অনেকে।


এমন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কর্ণাটকের বেলগাভির বাসিন্দা ভেঙ্কটেশ পাতিল। বেলগাঁও অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালান ভেঙ্কটেশ।


বহু স্বেচ্ছাসেবী সংস্থা এখন তাঁর সঙ্গে যোগাযোগ করে। বিনা খরচায় তিনি অক্সিজেন সিলিন্ডার ভরিয়ে দেন। এখনও পর্যন্ত ১৮৮২টি অক্সিজেন সিলিন্ডার ভরিয়ে দিয়েছেন ভেঙ্কটেশ।


গ্রামবাসীদের কাছে ভেঙ্কটেশ এক প্রথম সারির করোনা-যোদ্ধা।